#কলকাতা: করোনা ভাইরাস রুখতে মাস্কের ব্যবহার এখন জরুরি বলেই ঘোষণা করা হচ্ছে৷ এতদিন পর্যন্ত জানানো হচ্ছিল যে চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত যারা বা করোনা রোগীর সংস্পর্শে আসতে পারেনব, তাদেরই মাস্কের প্রয়োজন রয়েছে৷ বা যাদের সর্দি-কাশি হয়েছে, তারা নিজেদের মুখ ঢাকতে মাস্ক পরবেন৷ কিন্তু যেভাবে প্রতিনিয়ত নিজের চরিত্র পাল্টাচ্ছে করোনাভাইরাস, তাতে বলা হচ্ছে যে সকলের জন্যই মাস্ক জরুরি৷ কিন্তু এত মাস্ক আসবে কোথা থেকে?
গবেষক থেকে চিকিৎসক, সকলেই বলছেন নিজের মাস্ক আপনি নিজেই বানিয়ে নিতে পারেন৷ এবং সেই মাস্ক কোনও অংশে কম উপকারি নয়৷ বরং উল্টে কোনও কোনও ক্ষেত্রে বিশেষ লাভজনকও৷ কারণ বিজ্ঞানসম্মত যে মাস্ক রয়েছে তা বেশি বার ব্যবহার করা যায় না৷ কিন্তু ঘরোয়া মাস্ক অনায়াসে কেচে-ধুয়ে আপনি বারবার ব্যবহার করতে পারবেন৷ তাই নির্দ্ধিদায় বাড়িতে তৈরি করুন মাস্ক আর সেই মাস্কে রাখুন ভরসা৷