হোম /খবর /দেশ /
মৈনপুরীতে দুর্ঘটনায় বরযাত্রীর বাস, আহত ১৮ জন

মৈনপুরীতে দুর্ঘটনায় বরযাত্রীর বাস, আহত ১৮ জন

এর মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক

  • Last Updated :
  • Share this:

মৈনপুরী: ভয়াবহ দুর্ঘটনা উত্তর প্রদেশে। শুক্রবার রাতে উত্তর প্রদেশের মৈনপুরীতে বরযাত্রী বোঝাই বাস দুর্ঘটনার কবলে পড়ে। তাতে আহত হয়েছেন ১৮ জন বরযাত্রী। এর মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের মেডিকেল কলেজ, সাইফাইতে রেফার করা হয়েছে। জানা গিয়েছে যে, বাসটিতে প্রায় ৬৫ জন যাত্রী ছিলেন।

শুক্রবার রাতে উত্তর প্রদেশের মৈনপুরী জেলার ঘিড়োর থানা এলাকার অধীনে কোসমা ক্রসিংয়ের কাছে একটি বরযাত্রী বোঝাই একটি প্রাইভেট বাসটি উল্টে যায়। ফিরোজাবাদের একটি গ্রামের বাসিন্দা হরেন্দ্র কুমারের বরযাত্রী সেই প্রাইভেট বাসটি করে ইটাওয়া যাচ্ছিল। রাত সাড়ে ৮ টার দিকে ঘিড়োর থানা এলাকা কোসমা ক্রসিংয়ের কাছে কালভার্টের মোড়ে বাসটি অনিয়ন্ত্রিত হয়ে উল্টে যায়। এর পরেই ঘটনাস্থলে চিৎকার শুরু হয়ে যায়। দুর্ঘটনায়, বাসের ১৮ জন আহত হয়েছেন।

দুর্ঘটনার খবর পেয়ে থানা পুলিশ স্থানীয় লোকজনের সাহায্যে আহতদের হাসপাতালে ভর্তি করে। এর মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ার পরে তাদের জেলা হাসপাতাল থেকে মেডিকেল কলেজে রেফার করা হয়। ঘটনাটি জানা মাত্রই শীর্ষ কর্মকর্তারা হাসপাতালে পৌঁছে যান। আহতদের তাত্ক্ষণিক চিকিৎসা শুরু করে দেওয়া হয়।

ঘটনাস্থলে পৌঁছে মৈনপুরীর ডিএম মহেন্দ্র বাহাদুর জানান, বাসটি বরযাত্রী নিয়ে যাচ্ছিল এবং উল্টে যাওয়ার কারণে ১৮ জন যাত্রী আহত হয়েছে। কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়েছেন, যাদের সাইফাই মেডিকেল কলেজে রেফার করা হয়েছে।

Published by:Ananya Chakraborty
First published:

Tags: Bus Accident, Mainpuri, Uttar Pradesh