#নয়াদিল্লি: নামতা মনে রাখার জন্য অনেক শর্টকাট আমাদের শেখানো হয়েছে স্কুলে৷ কিন্তু যতই শর্টকাট শিখি, বিহারের এই শিক্ষিকা যে ভাবে নামতা মনে রাখার শর্টকাট শেখাচ্ছেন, তা এক কথায় তুখোর৷ এই শর্টকাট জানলে, যে কোনও নামতাই গড়গড় করে বলে দেওয়া যায় অতি সহজে৷ মহিন্দ্রা গোষ্ঠীর চেয়ারম্যান আনন্দ মহিন্দ্রা ওই শিক্ষিকার ভিডিওটি পোস্ট করেন তাঁর ট্যুইটার অ্যাকাউন্টে৷ মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে৷ ওই শিক্ষিকার পড়ানোর কায়দায় মুগ্ধ বলিউড স্টার শাহরুখ খানও৷
Whaaaat? I didn’t know about this clever shortcut. Wish she had been MY math teacher. I probably would have been a lot better at the subject! #whatsappwonderbox pic.twitter.com/MtS2QjhNy3
— anand mahindra (@anandmahindra) January 22, 2020
ভিডিও-তে দেখা যাচ্ছে, বিহারের ওই শিক্ষিকা খুদে পড়ুয়াদের নামতা পড়াচ্ছেন অত্যন্ত সহজ উপায়ে৷ হাতের ১০ আঙুলেই লুকিয়ে রয়েছে ক্যালকুলেটর৷ স্রেফ আঙুল গুনেই নামতা মুখস্ত রাখা যায়৷ ভোলার উপায়ই নেই৷ এক ছাত্রীর হাতের আঙুলের মাধ্যমে গোটা বিষয়টি বাকিদের বুঝিয়ে দিচ্ছেন ওই শিক্ষিকা। ওই শিক্ষিকার নাম রুবি কুমারী। বিহারের একটি স্কুলে নামতার এই সহজ উপায় শিখিয়েছেন তিনি।
আনন্দ মাহিন্দ্রা ট্যুইটারে লিখেছেন, 'আমি তো এই রকম শর্টকাট জানতামই না৷ আমার অঙ্কের শিক্ষক যদি এরকম কৌশল দেখিয়ে দিতেন, অঙ্কে আরও ভালো নম্বর পেতে পারতাম৷' শাহরুখ খান ট্যুইটে লিখেছেন, 'আমি এই পদ্ধতিটি byju-তে পাঠাচ্ছি৷'
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Anand Mahindra, Math Teacher