#নয়াদিল্লি: উত্তরপ্রদেশ নির্বাচনের প্রাক্কালে মোদি সরকারের অযোধ্যায় রামায়ণ সংগ্রহশালা তৈরির ঘোষণায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশে ৷ মোদি সরকারের এই পদক্ষেপের সমালোচনায় মুখর বিরোধী দলগুলি ৷ তাদের দাবি, ভোট টানতে সবই মোদির চাল ৷
ভগবান রামের জন্মস্থান হিসেবে খ্যাত অযোধ্যায় রামায়ণ সংগ্রহশালা তৈরির জন্য ২৫ একর জমিও বাছাই করে ফেলেছে কেন্দ্র ৷ মঙ্গলবার সেই জমি পরিদর্শনে অযোধ্যায় যাবেন পর্যটন প্রতিমন্ত্রী মহেশ শর্মা ৷
মহেশ শর্মা জানান, ‘আমার অযোধ্যা সফরের সঙ্গে উত্তরপ্রদেশ নির্বাচনের কোনও যোগ নেই ৷ অযোধ্যায় পর্যটন বাড়াতে কেন্দ্র যে উদ্যোগ নিয়েছে, সেই কাজেই UP যাচ্ছি ৷’ এর সঙ্গে কেন্দ্রের এই পদক্ষেপের স্বপক্ষে তিনি ট্যুইট করে বলেন, ‘লক্ষ লক্ষ মানুষের মনে বাস করেন ভগবান রাম ৷ রামায়ণ সংগ্রহশালায় তাঁর জীবনদর্শন ও তাঁর জীবন তুলে ধরা হবে ৷’
সূত্রের খবর, রামায়ণে যেভাবে রামের জীবন বর্ণনা করা হয়েছে সেইভাবে রামের জীবনের বিভিন্ন ঘটনাগুলি মডেল, ছবি ও লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে তুলে ধরা হবে ৷ বিভিন্ন অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে রামের জীবনগাথা দেখানো হবে এই সংগ্রহশালায় ৷
উল্লেখ্য, প্রাথমিকভাবে সংগ্রহশালার জন্য বাছাই হওয়া জমির থেকে মাত্র ১৫ কিমি দূরে অবস্থিত রামকোটের সেই বিতর্কিত স্থান যেখানে একসময় ছিল বাবরি মসজিদ ৷
অযোধ্যায় পর্যটন বাড়ানোর তথ্যে কোনও দ্বিমত না থাকলেও বিরোধী দল বসপা-র নেত্রী মায়াবতী রামায়ণ সংগ্রহশালার ঘোষণা নিয়ে প্রশ্ন তুলেছেন ৷ তাঁর দাবী, ভোটের ঠিক আগেই অযোধ্যায় পর্যটন বাড়ানোর আড়ালে রামায়ণ সংগ্রহশালার ঘোষণা করে নির্বাচনে ফায়দা তুলতে চাইছে বিজেপি ৷
পরে কংগ্রেস নেতা এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আর পি এন সিং-ও একই সুরে কেন্দ্রের এই সিদ্ধান্তের সমালোচনা করেন ৷ তাঁর অভিযোগ, রাম-কে ইস্যু করে ফের ধর্মের সঙ্গে রাজনীতিকে যোগ করে ফায়দা তুলতে চাইছে মোদি ৷
সোমবারই রামায়ণ সংগ্রহশালা গড়ার কথা ঘোষণা করে কেন্দ্র ৷ এর আগে উত্তরপ্রদেশ মন্ত্রীসভার কার্যকাল শেষ হওয়ার আগে অযোধ্যায় রাম লীলা থিম পার্ক গড়ার কথা ঘোষণা করেন ৷ দুই প্রজেক্টই আপাতত প্রস্তাবিত স্তরে রয়েছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ayodha, Narendra Modi, Ram, Ramayan Museum, Uttar Pradesh Election 2017