#নান্দুরওয়ার: মনীষীরা বলেছিলেন, মানুষের মধ্যেই ঈশ্বরের বাস! সে'কথাই আরেকবার প্রমান করলেন মহারাষ্ট্রের নান্দুরওয়ার এলাকার বাসিন্দা, পেশায় অঙ্গনওয়ারি কর্মী রেণু ভাসাভি। বর্তমান অতিমারী পরিস্থিতিতে মানুষকে সাহায্য করতে রোজ ১৮ কিলোমিটার নৌকা চালিয়ে দুর্গতদের কাছে পৌঁছে যান রেণু। প্রতিদিন এতটা পথ নিজে নৌকা চালিয়ে দূর দূরান্তের প্রত্যন্ত গ্রামে পাড়ি দেন সন্তানসম্ভবা মহিলা ও ৬ বছরের ছোট আদিবাসী শিশুদের সাহায্যার্থে।
Maharashtra: Relu Vasave, an Anganwadi worker from Nandurbar rows 18 km daily to attend to children under 6 yrs of age & expecting mothers in interior villages.
She says, "Rowing daily is tough but it's important that babies & expecting mothers eat nutritious food & be healthy" pic.twitter.com/Y7ObYdVfSE — ANI (@ANI) November 23, 2020
রেণুর জন্ম নাসিকে, নর্মদা নদী লাগোয়া অঞ্চলে বড় হয়ে ওঠা, সেখানেই সাঁতার শেখা। এপ্রিল মাস থেকে আলিগট ও দাদার এলাকার আদিবাসী এলাকায় নিত্য জাতায়াত শুরু করেন রেণু। লক্ষ্য একটাই... ওই সমস্ত অঞ্চলের আদিবাসী শিশু ও সন্তানসম্ভবা মহিলারা যাতে সঠিক চিকিৎসা পরিষেবা পান। সদ্যোজাত শিশু ও মা যাতে সঠিক পুষ্টি পান, নিয়মিত তাঁদের ওজন ও স্বাস্থ্যের খতিয়ান রাখা রেণুর কাজ এবং এই অতিমারী পরিস্থিতিতেও তিনি তাঁর কর্তব্যে অটল থেকেছেন। সংবাদমাধ্যমকে রেণু জানান, '' প্রতিদিন নৌকা চালিয়ে যাওয়া সহজ নয়। সন্ধেবেলা যখন বাড়ি ফিরি, হাতের যন্ত্রণায় ছটফট করি। কিন্তু সে'সবে আমি চিন্তিত নই। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, সদ্যোজাত শিশু ও মায়েরা যেন সঠিক পুষ্টি পায়। আমি আমার কাজ করেই যাব।''
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Maharashtra