#মুম্বই: অসময়ের বৃষ্টিতে ফের একবার নাজেহাল হবে মহারাষ্ট্র৷ আজ ও আগামিকাল আরবসাগরের উপকূলবর্তী জেলার অধিকাংশ এলাকাতেই বজ্র-বিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি হবে৷ কিছু কিছু জায়গায় হতে পারে শিলাবৃষ্টিও৷ এমনটাই পূর্বাভাস আবহাওয়া দফতরের৷ দক্ষিণ মধ্য মহারাষ্ট্র, মারথাওয়াড়া এবং বিদর্ভে তাপমাত্রা বেশ কিছুটা কম৷ আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে সেখানে৷ বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে আর্দ্রতা ঢোকার ফলে এই বৃষ্টির আগমন৷
শুধু মহারাষ্ট্রই নয়, একই রকম অবস্থা হবে ঝাড়খণ্ড, তেলেঙ্গানা ও উত্তর কর্ণাটকের অভ্যন্তরে৷ নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে শুক্রবার জম্মু-কাশ্মীরে। আরও একদফা তুষারপাতের সম্ভাবনা উত্তর পশ্চিম ভারতে। এমনকী আগামী ৩ দিন বৃষ্টিতে ভাসবে বাংলা, ভিজবে কলকাতাও৷
Under influence of a wind discontinuity in lower levels over Central India & moisture incursion from the Bay of Bengal, thunderstorms accompanied with lightning and light to moderate rainfall with possibility of hail is expected over parts of interior Maharashtra during 16-19 Feb pic.twitter.com/tOVjCR7hUK
— Regional Meteorological Center,Mumbai (@RMC_Mumbai) February 15, 2021
হিমালয় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে৷ যার জেরে অরুণাচল প্রদেশেও কিন্তু বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে। এছাড়াও পশ্চিম হিমালয় অঞ্চলে পশ্চিমী ঝঞ্ঝা প্রভাব ফেলতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। অপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায়।