হোম /খবর /দেশ /
মহারাষ্ট্রে উর্ধ্বমুখী করোনার গ্রাফ, জারি কড়া নিষেধাজ্ঞা

মহারাষ্ট্রে উর্ধ্বমুখী করোনার গ্রাফ, জারি কড়া নিষেধাজ্ঞা

মঙ্গলবার অবশ্য মহারাষ্ট্র সরকারের তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, লকডাউন হবে না তবে নতুন কিছু বিধি নিষেধ জারি করা হবে ৷

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: করোনা আক্রান্তের সংখ্যা ফের বাড়তে শুরু করেছে মহারাষ্ট্রে ৷ এরপর থেকেই সকলের মনে প্রশ্ন দেখা দিয়েছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কী ফের লকডাউন জারি করা হবে ৷ মঙ্গলবার অবশ্য মহারাষ্ট্র সরকারের তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, লকডাউন হবে না তবে নতুন কিছু বিধি নিষেধ জারি করা হবে ৷

রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী রাজেশ তোপে জানিয়েছেন, পুরোপুরি লকডাউন করা হবে না ৷ তবে বেশ কিছু জেলার বিশেষ নজরদারি দরকার ৷ সরকারের তরফে বারবার রাজ্যবাসীর কাছে আবেদন করা হয়েছে করোনা বিধিনিষেধ মেনে চলার জন্য ৷ দেখা গিয়েছে, গত কয়েকদিনে করোনা আক্রান্তের সংখ্যা কমতে থাকায় বেশিরভাগ মানুষ নিয়ম লঙ্ঘন করতে শুরু করে দিয়েছে ৷ মাস্ক পরছেন না অনেকেই ৷ আর এর জেরেই বাড়ছে বিপদ ৷ মুখ্যমন্ত্রী উদ্বভ ঠাকরে জানিয়েছেন,‘মানুষ বিধি নিষেধ না মেনে চললে বাধ্য হয়ে লকডাউন জারি করা হতে পারে ৷’

যে সমস্ত এলাকা বেশি প্রভাবিত সেখানে টার্গেটেড টেস্টিং শুরু করা হবে ৷ মাস্ক না পরলে এবং করোনার বিধি নিষেধ না মেনে চললে দিতে হতে পারে জরিমানা ৷ রাজ্যবাসীকে Covid SOPs মানতে হবে ৷ কন্টেইমেন্ট জোন তৈরি করা হবে ৷ হোটেল, বিয়ে বাড়িগুলিকে কোভিড প্রোটোকল মেনে চলতে হবে ৷ বিয়ে বাড়িতে লোকজন মাস্ক না পরলে বিয়ে বাড়ির লাইসেন্স বাতিল করে দেওয়া হবে ৷

Published by:Dolon Chattopadhyay
First published:

Tags: Maharashtra