#মুম্বই: দেশের মধ্যে সবচেয়ে বেশি করোনা আক্রান্তের সংখ্যা রয়েছে মহারাষ্ট্রে। আর কিছুটা সেই কারণেই জুলাই মাসের ৩১ তারিখ পর্যন্ত সম্পূর্ণ রাজ্যে লকডাউনের কথা ঘোষণা করল মহারাষ্ট্র সরকার। সরকারের পক্ষ থেকে স্থানীয় জেলা প্রশাসন ও মিউনিসিপ্যাল কমিশনারদের নির্দেশ দেওয়া হয়েছে যে তাঁরা প্রয়োজন বা অবস্থা বুঝে অত্যাবশ্যকীয় নয় এমন গতিবিধির উপরেও নিয়ন্ত্রণ করতে পারবেন। সরকার জানিয়েছে, দোকানপাট করা, বা এখনই না সারলেও চলে এমন কাজ করতে বাইরে বেরনো যাবে না। যত সম্ভব ঘরেই থাকতে হবে।
এখনও পর্যন্ত মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ১.৬৪ লক্ষ। দেশের মধ্যে যা সবচেয়ে বেশি। তাই সেই রাজ্যে কড়াকড়িও বেশিমাত্রায় থাকবে, সেটাই স্বাভাবিক।
এদিকে মহারাষ্ট্র শুরু হয়েছে প্রোজেক্ট ‘PLATINA’। যাকে বলা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ‘convalescent plasma therapy trial’। যার অর্থ হল করোনা থেকে যে সমস্ত রোগীরা সেরে উঠেছে, তাঁদের প্লাজমা ব্যবহার করে আক্রান্ত রোগীকে সুস্থ করে তোলা। সরকার মনে করছে, এর ফলে কম করে ৫০০ করোনা আক্রান্ত রোগীকে মৃত্যুমুখ থেকে ফিরিয়ে আনা সম্ভব হবে। সারা পৃথিবীতেই এই প্লাজমার সাহায্যে চিকিৎসা শুরু করা হয়েছে। তার অংশ এবার হল মহারাষ্ট্রও।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Lockdown