#মুম্বই: দেশের করোনা যুদ্ধে অন্যতম শরিক রিলায়েন্স পরিবার৷ পিপিই কিট সরবরাহ থেকে শুরু করে লকডাউনে অসুবিধায় পড়া গরিব মানুষের কাছে খাবার পৌঁছে দেওয়া, আম্বানি পরিবার দেশবাসীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছে৷ মুম্বইয়ে এ বার রিলায়েন্স জিও কনভেনশন সেন্টারকে করোনা আক্রান্তদের জন্য আইসোলেশন সেন্টারের রূপান্তরিত করল রিলায়েন্স৷ সংস্থার এই উদ্যোগে মুকেশ আম্বানি ও নীতা আম্বানিকে ধন্যবাদ জানালেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের দফতর৷
We thank Nita ji and Mukesh ji for their support to the COVID relief efforts by Maharashtra State. In addition to the field hospitals the State is making, the Ambani family has generously offered support by converting Jio World Centre into a state-of-the-art isolation centre.
— CMO Maharashtra (@CMOMaharashtra) June 1, 2020
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর দফতরের ট্যুইটার হ্যান্ডেলে টুইট করা হয়েছে, 'মহারাষ্ট্রের করোনা যুদ্ধে পাশে থাকার জন্য মুকেশজি ও নীতাজিকে ধন্যবাদ জানাচ্ছি৷ রাজ্যের ফিল্ড হাসপাতালের পাশাপাশি জিও ওয়ার্ল্ড সেন্টারকে আইসোলেশন সেন্টার তৈরির প্রস্তাব দিয়েছেন আম্বানি পরিবার৷'
মুম্বইয়ের বান্দ্রা-কুরলা কমপ্লেক্সে রিলায়েন্স জিও কনভেনশন সেন্টারকে করোনা কেয়ার সেন্টারে রূপান্তরিত করা হবে৷ গত শনিবার এ কথা জানান মন্ত্রী আদিত্য ঠাকরে৷
রিলায়েন্স জিও কনভেনশন সেন্টারকে করোনা হাসপাতাল তৈরির কাজ চলছে৷ চিকিত্সার সব ধরনের ব্যবস্থা থাকবে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।