#মুম্বই: দেশের সব রাজ্যের ভেতর করোনা পরিস্থিতির কারণে যেসব রাজ্যের অবস্থা রীতিমতো খারাপ ছিল, তার মধ্যে অন্যতম ছিল মহারাষ্ট্র। প্রথম ধাপে মুম্বাই শহর ছাড়াও রাজ্যটির বিভিন্ন জেলায় ভাইরাস সংক্রমণ মারাত্মক আকার নিয়েছিল। সেই জায়গা থেকে পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। এমনটাই দাবি মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরের। ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে তিনি জানান,'পরের ছয় মাস মহারাষ্ট্রের মানুষকে মাস্ক ব্যবহার করতে হবে। পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে, কিন্তু সংক্রমণ নিয়ন্ত্রণ করতে মাস্ক এবং সামাজিক দূরত্ব মেনে চলতে হবে।'
রসিকতা মিশিয়ে বলেছেন,'সামনে নতুন বছর। নতুন বছরকে স্বাগত জানান, ভাইরাসকে নয়। সামনে বিয়ের মরশুম। অতিথিদের আপ্যায়ন করুন, ভাইরাসকে নয়'।এছাড়া বিজেপি পার্টিকে মুম্বাই মেট্রো কার শেড প্রজেক্ট নিয়ে আলোচনা করার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি। ভাইরাস নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে তাঁর দলের সব কৃতিত্ব মনে করেন না মহারাষ্ট্র প্রধান। রাজ্য হিসেবে মানুষের দায়িত্ববোধ প্রশংসা পাওয়ার মত জানিয়েছেন তিনি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।