• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • আকবর নন মহারাণা প্রতাপই মহান, দাবি যোগী আদিত্য়নাথের

আকবর নন মহারাণা প্রতাপই মহান, দাবি যোগী আদিত্য়নাথের

উত্তরপ্রদেশের মুখ্যমনত্রী যোগী আদিত্যনাথ ৷ (ফাইল ছবি) ৷

উত্তরপ্রদেশের মুখ্যমনত্রী যোগী আদিত্যনাথ ৷ (ফাইল ছবি) ৷

ফের আলটপকা মন্তব্য করে বসলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷ বৃহস্পতিবার মহারাণা প্রতাপ সিংহের জন্মদিনে এক অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে বলেছেন আকবর নয় মহারাণা প্রতাপ সিংহই মহান ৷ কেননা তিনি কখনও নিজের আত্মসম্মানের সঙ্গে আপোস করেননি ৷

 • Share this:

  #লখনউ: ফের আলটপকা মন্তব্য করে বসলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷ বৃহস্পতিবার মহারাণা প্রতাপ সিংহের জন্মদিনে এক অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে তিনি বলেছেন আকবর নয় মহারাণা প্রতাপ সিংহই মহান ৷ কেননা তিনি কখনও নিজের আত্মসম্মানের সঙ্গে আপোস করেননি ৷

  লখনউয়ের গোমতি নগরের আইএমআরটি ইঞ্জিনিয়ারিং কলেজ আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতায় তিনি আরও বলেছেন অতীত আমাদের অনেক কিছু শিখিয়েছে ৷ আমরা অতীত থেকে অনেক কিছু শিখেছি ৷ আজও বনবাসী সমাজ নিজেদের মহারাণার উত্তর পুরুষ বলে মনে করে ৷ তাই বিদেশি ও বিধর্মীকে আমরা কখনই নিজেদের সম্রাট বলে মানতে পারিনা ৷

  ছবি সৌজন্যে ট্যুইটার ৷ ছবি সৌজন্যে ট্যুইটার ৷

  মরাহাণা ছিলেন বীর বিক্রমের প্রতীক ছিলেন অতীত, বর্তমান ও ভবিষ্যত মহারাণাকে কখনও ভুলতে পারবেনা ৷ এমন কী আজ থেকে ৫০০ বছর পরেও মহারাণা প্রতাপ সিংহ ততটাই প্রাসঙ্গিক থাকবেন যতটা আজ আছেন ৷

  আরও পড়ুন : সিসিটিভি ফুটেজে দেখা গেল বাইকে চড়ে তিনজন এসেছিল বুখারিকে খুন করতে

  First published: