Home /News /national /

Earthquake In Assam: ফের ভূমিকম্পে কেঁপে উঠল অসম! রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৩.০

Earthquake In Assam: ফের ভূমিকম্পে কেঁপে উঠল অসম! রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৩.০

সোমবার সকালে ভূমিকম্পে কেঁপে উঠেছিল অসমের নগাঁও, যদিও হতাহত বা ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি

 • Share this:

  #গুয়াহাটি: ফের একবার শুক্রবার তারা ভূমিকম্পে কেঁপে উঠল অসম৷ এদিনের রিখটার স্কেলে কম্পনের মাপ ছিল ৩.০৷ নগাঁও-সহ রাজ্যের বিভিন্ন স্থানে কম্পনের প্রভাব অনুভূত হয়েছে। আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। যদিও হতাহত বা ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।

  ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, অসমের নগাঁও এ দিনের ভূমিকম্পের কেন্দ্রবিন্দু ছিল। ভূপৃষ্টের ২৩ কিলোমিটার গভীরে কম্পন সৃষ্টি হয়। বরপেটায় কম্পনের মাত্রা ছিল ৩.০। সকাল ০৭ঃ০৫ মিনিট নাগাদ মাঝারি ভূমিকম্পে কেঁপে উঠল অসমের নগাঁও।

  ২৮ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত পর এক ভূমিকম্পে কেঁপে ওঠে অসম৷ ২৮ এপ্রিলের মূল ধাক্কার পর ৬টি আফটার শক এসেছে৷ কম্পনের মাপ ছিল ৩.২ থেকে ৪.৭৷ আড়াই ঘণ্টা পরপর হয়েছিল৷ মোট ১৮ টি আফটার শক হয়েছিল৷ সেন্ট্রাল অসমের ব্রহ্মপুত্রের দু‘দিকেই এই ধাক্কা এসে যাচ্ছে৷

  প্রথম কম্পনটি অনুভূত হয় সকাল ৭.৫১ এ৷ পাওয়া তথ্য অনুযায়ি ভূমিকম্পের উপকেন্দ্র তেজপুর থেকে ৪৩ কিলোমিটার পশ্চিমে৷

  এরপর দু‘টি আফটার শক অনুভূত হয়৷ একটি ৭.৫৫ ও অন্যটি তার কয়েক মিনিট পরেই আসে৷ রিখটার স্কেলে এগুলির মান ৪.৩ ও ৪.৪৷

  উত্তরবঙ্গ ও অসমের বিভিন্ন এলাকায় প্রবল কম্পনের খবর সামনে আসতে শুরু করে৷ লোকের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ অসমের মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই ভূমিকম্পের বিষয়টি ট্যুইট করে জানান৷

  যাঁরা ভূমিকম্প অনুভব করেছেন তাঁরা জানিয়েছেন প্রায় ৩০ সেকেন্ড কম্পন অনুভূত হচ্ছিল৷ বিল্ডিং পুরো কাঁপতে থাকে৷ The US Geological Survey জানিয়েছে ভূমিকম্পের উৎসস্থল ছিল মাটির তলায় ২৯ কিলোমিটার ৷

  ৩০ এপ্রিল ফের একবার ভূমিকম্পে কেঁপে ওঠে অসম। এদিন রিখটার স্কেলে কম্পনের মাপ ছিল ৩.২৷

  Published by:Ananya Chakraborty
  First published:

  Tags: Assam, Earthquake

  পরবর্তী খবর