#মধ্যপ্রদেশ: মধ্যপ্রদেশ: হাথরাস, বলরামপুর, মথুরার, বক্সার পর এবার উত্তরপ্রদেশ...ধারাল অস্ত্র দিয়ে ফালাফালা করে দেওয়া হল গোপনাঙ্গ, ১৬ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ ২২ বছরের যুবকের বিরুদ্ধে। মধ্যপ্রদেশের রেওয়ার ধর্ষিতা কিশোরীর অবস্থা অত্যন্ত সংকটজনক। অভিযুক্ত অঙ্কিত রাওয়াতকে পুলিশ গ্রেফতার করেছে।
পুলিশের এসপি রাকেশ সিং বলেন, '' গত বৃহস্পতিবার রাতে একটি পার্টি থেকে বাড়ি ফিরছিলেন কিশোরী। রাস্তা থেকে তাকে অঙ্কিত ও তার সঙ্গী বনস্পতি রাওয়াত তাকে অপহরণ করে ধর্ষণ করে। গোপনাঙ্গ ধারালো ছুরিতে ক্ষতবিক্ষত করে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসাপাতালে ভর্তি করা হয়। POCSO আইনে দুকনের বিরুদ্ধে মামলা দাবের হয়েছে। এই ঘটনায় অঙ্কিতের সঙ্গী ছিল বনস্পতি রাওয়াত (২৭) নামে আর এক যুবক। ঘটনার পর থেকেই সে ফেরার। পুলিশ তাকে খুঁজছে।
দেশে একের পর এক পৈশাচিক ধর্ষণের ঘটনায় বারবার এই প্রশ্নই উঠছে, কোন অতল কালো অন্ধকারে ডুবে যাচ্ছে মানবজাতি? কোথায় হারাচ্ছে মানবিকতা? ১১ অক্টোবর গোটা দেশ স্তম্ভিত হয়েছিল হয় ছত্তিশগড়ের বক্সারের নির্মম, পৈশাচিক ধর্ষণ এবং খুনের ঘটনায়। পাঁচ বছরের ছোট্ট ছেলেকে নিয়ে ব্যাঙ্কে যাচ্ছিলেন ওঝা বরন গ্রামের এক গৃহবধূ। মাঝরাস্তা থেকে দুষ্কৃতীরা দু'জনকে অপহরণ করে, ছেলের সামনেই মহিলাকে গণধর্ষণ করে, এখানেই শেষ হয়নি বর্বরতার। ধর্ষকরা ধর্ষণের পর ওই মহিলা এবং তাঁর সন্তানকে একসঙ্গে বেধে নদীর জলে ফেলে দেয়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Madhya Pradesh Rape