হোম /খবর /দেশ /
মহিলাকে জঙ্গলে টেনে নিয়ে যাচ্ছিল চিতাবাঘ! তারপর যা হল জানলে অবাক হবেন আপনিও

Madhya Pradesh News: মহিলাকে জঙ্গলে টেনে নিয়ে যাচ্ছিল চিতাবাঘ! তারপর যা হল জানলে অবাক হবেন আপনিও

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রবিবার সকালে মধ্যপ্রদেশের অমরপাটন বন বিভাগের অন্তর্গত রামনগরের গিধাইলা রামনগরের বাসিন্দা শান্তি কোলকে একটি চিতাবাঘ আক্রমণ করে। যুবকের সহায়তায় রক্ষা পান তিনি। তবে আঘাত বেশ পেয়েছেন তিনি।

  • Local18
  • Last Updated :
  • Share this:

সাতনা: চিতাবাঘ বাঘের হানায় আহত গ্রামবাসী। রবিবার সকালে মধ্যপ্রদেশের অমরপাটন বন বিভাগের অন্তর্গত রামনগরের গিধাইলা রামনগরের বাসিন্দা শান্তি কোলকে নামে এক মহিলাকে একটি চিতাবাঘ আক্রমণ করে। তাঁর বয়স ৪৫ বছর। যুবকের সহায়তায় রক্ষা পান তিনি। তবে গুরুতর আঘাত তিনি।

কোল গ্রামের আরও দুই মহিলার সঙ্গে জঙ্গলে কাঠ সংগ্রহ করতে গিয়েছিলেন শান্তি। সেই সময় হঠাৎ একটি চিতাবাঘ এসে তাঁকে আক্রমণ করে। তিনি সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন। তাঁর সঙ্গে থাকা বাকি দুজন কোনও রকমে তা পালিয়ে প্রানে বাঁচে।

আরও পড়ুন- চলে যাচ্ছে কাছের 'বন্ধু'! কেঁদে ভাসালেন বনদফতরের কর্মী

সেইসময়ই পাশ দিয়ে যাচ্ছিল সুরেশ প্রজাপতি নামে ৩০ বছর বয়সী এক যুবক। মহিলার চিৎকার শুনে তাকে বাঁচাতে জঙ্গলের দিকে ছুটে যান তিনি। সেখানে তিনি দেখেন একটি চিতাবাঘ এক মহিলাকে আক্রমণ করছে। এরপর ওই যুবক চিতাবাঘটিকে তাড়ানোর চেষ্টা করলে চিতাবাঘটি ওই মহিলাকে ছেড়ে যুবকটিকে আক্রমণ করে। কিন্তু তাতেও যুবক হাল ছাড়েননি । অবশেষে চিতাবাঘটিকে পালিয়ে যায়।

আরও পড়ুন- বিদেশের চাকরি ছেড়ে হাউস কিচেন! বিনোদের স্বপ্ন পূরণের গল্প জানলে অবাক হবেন

এই সংঘর্ষের ফলে যুবকটিও সামান্য আঘাত পান। অন্যদিকে, শান্তি কোলের ডান হাত মারাত্মকভাবে আহত হয়। আহতদের দ্রুত চিকিৎসার জন্য রামনগরের কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়। মহিলার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রেওয়া মেডিকেল কলেজে পাঠিয়ে দেওয়া হয়।

বিষয়টি স্থানীয় লোকজন বন বিভাগকে জানায়। বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পুরো পরিস্থিতি খতিয়ে দেখেন। বন দফতর চিতাবাঘটির সন্ধান পেলেও ততক্ষণে সে সেখান থেকে চলে গিয়েছিল অনেকটা দূরে। চিতাবাঘটিকে ধরার জন্য প্রায় ৫ ঘন্টার তল্লাশি চালালেও খালি হাতেই ফিরতে হয়। বন দফতরের তরফ থেকে গ্রামবাসীদের সতর্ক থাকার কথা বলা হয়েছে।

Published by:Sayani Rana
First published:

Tags: Leopard Attack, Madhya Pradesh