#ভোপাল: প্রয়াত হলেন মধ্যপ্রদেশের রাজ্যপাল লালজি ট্যান্ডন। লখনউয়ের মেদান্ত হাসপাতালে মঙ্গলবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ট্যান্ডন। মৃত্যুকালে তার বয়েস হয়েছিল ৮৫ বছর। যকৃত ও মূত্রের সংক্রমণ নিয় তাঁকে দিন কয়েক আগে হাসপাতালে ভর্তি করা হয়। পরিস্থিতির অবনতি হওয়ায় তাঁকে ভেন্টিলেশনেও দিতে হয়।
গত ১৬ জুলাইয় থেকে মধ্যপ্রদেশের রাজ্যপালের শারীরিক পরিস্থিতি আরও খারাপ হতে থাকে। চিকিৎসকরা জানান তাঁর কিডনি, যকৃত, মূত্রনালী স্বাভাবিক ভাবে কাজ করছে না। এদিন সকালে লালজি ট্যান্ডনের পুত্র ট্যুইটারে তাঁর মৃত্যু সংবাদ জানান। তাঁর মৃত্যুতে শোকবার্তা জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
Shri Lalji Tandon will be remembered for his untiring efforts to serve society. He played a key role in strengthening the BJP in Uttar Pradesh. He made a mark as an effective administrator, always giving importance of public welfare. Anguished by his passing away. pic.twitter.com/6GeYOb5ApI
— Narendra Modi (@narendramodi) July 21, 2020
উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন পাটেল ট্যান্ডনের অসুস্থতার সময় অস্থায়ী ভাবে মধ্যপ্রদেশের দায়িত্ব সামলাচ্ছিলেন।
লালজি ট্যান্ডনের জন্ম ও বেড়ে ওঠা লখনউয়ে। কম বয়সে যোগ দেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে। দীর্ঘদিন অটলবিহারী বাজপেয়ির ভোট এজেন্ট হিসেবে কাজ করেছেন। ২০০৯ সালের লোকসভা ভোটে কংগ্রেসের রীতা বহুগুনাকে ৪০ হাজার ভোটে হারিয়ে সাংসদ হিসেবে নির্বাচিত হন তিনি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Madhya Pradesh