corona virus btn
corona virus btn
Loading

‘এখানে কোনও মুসলিম কর্মী কাজ করেন না’, বিদ্বেষমূলক বিজ্ঞাপন দিয়ে গ্রেফতার বেকারির মালিক

‘এখানে কোনও মুসলিম কর্মী কাজ করেন না’, বিদ্বেষমূলক বিজ্ঞাপন দিয়ে গ্রেফতার বেকারির মালিক

একটি গুজবের মোকাবিলা করতেই এমন উদ্যোগ বলে দাবি বেকারি কর্মীদের৷

  • Share this:

#চেন্নাই: লকডাউনে বেকারির পসার বাড়াতে এমনই বিজ্ঞাপন দেওয়ার অভিযোগ উঠেছে চেন্নাইয়ের ‘জৈন বেকার্‌স অ্যান্ড কনফেকশনারিজ’-এর মালিকের বিরুদ্ধে ৷ ‘নো মুসলিম স্টাফ’, এই মর্মে দোকানের বিজ্ঞাপন দিয়েছিলেন তিনি ৷ বিতর্কিত বিজ্ঞাপনটি মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ৷ মুসলিম বিদ্বেষী বিজ্ঞাপন দেওয়ায় সেকশন ২৯৫এ এবং সেকশন ৫০৪ ধারায় শনিবার তাঁকে গ্রেফতার করে পুলিশ ৷

চেন্নাইয়ের টি নগরের মহালক্ষ্মী স্ট্রিটে অবস্থিত এই বেকারির বিজ্ঞাপন সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে ৷ পসার বাড়াতে ওই দোকানের মালিক একটি বিজ্ঞাপন দেন ৷ তাতে লেখা হয়, ‘এখানে সমস্ত খাবার জৈন কর্মীরাই করেন ৷ কোনও মুসলিম কর্মী এখানে নেই ৷’ এমন ধর্মীয় উস্কানিমূলক বিজ্ঞাপন ছড়িয়ে পড়ে সর্বত্র ৷ বিজ্ঞাপনের বার্তার কারণে দায়ের হয় সুয়ামোটো মামলা ৷

তবে মালিকের গ্রেফতারির পর বেকারির কর্মীরা প্রতিবাদ করে জানিয়েছেন, কোনও ধর্মীয় উস্কানি বা নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষকে আঘাতের উদ্দেশ্যে এই বিজ্ঞাপন দেওয়া হয়নি, বরং একটি গুজবের মোকাবিলা করতেই এমন উদ্যোগ- বলে দাবি বেকারি কর্মীদের৷ তারা জানিয়েছেন, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি বার্তা ভাইরাল হয় ৷ যেখানে লেখা ছিল, মুসলিমরা কাজ করেন এমন কোনও জায়গা থেকে জিনিস কিনবেন না ৷ তারপর থেকেই বেকারিতে কোনও মুসলিম কর্মী আছেন কিনা জানতে চেয়ে প্রচুর ফোন আসতে থাকে ৷বিক্রি কমে যাওয়ার ভয়ে এবং এই গুজব শেষ করতেই জৈন বেকার্‌স অ্যান্ড কনফেকশনারিজ’-এ কোনও মুসলিম কর্মী কাজ করেন না জানিয়ে বিজ্ঞাপন দেন বিপণীর মালিক ৷ তাতেই শুরু সমস্ত বিতর্কের দাবি বেকারির কর্মচারীদের৷

Published by: Bangla Editor
First published: May 10, 2020, 5:11 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर