হোম /খবর /দেশ /
গরুর শরীর থেকে মারাত্মক অসুখ?‌‌ অসমে সোয়াইন ফ্লু–এর পর নতুন রোগ নিয়ে আতঙ্ক

গরুর শরীর থেকে মারাত্মক অসুখ?‌‌ অসমে সোয়াইন ফ্লু–এর পর নতুন রোগ নিয়ে আতঙ্ক

Image: Twitter @mrinaltalukdar8

Image: Twitter @mrinaltalukdar8

সোয়াইন ফ্লু থেকে ইবোলা বা করোনা ভাইরাসের সংক্রমণ, সবটাই পশুর শরীর থেকেই হয়েছে।

  • Last Updated :
  • Share this:

#‌গুয়াহাটি:‌ অসমে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে গরুর শরীরে তৈরি হওয়া এক বিশেষ ত্বকের অসুখ। চাকা চাকা ঘা তৈরি হচ্ছে শরীরে। সাংবাদিক মৃণাল তেন্ডুলকর সম্প্রতি ট্যুইটারে একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘‌অসমে নতুন করে একটি মহামারী শুরু হয়েছে। কৃষকদের এর থেকে সতর্ক থাকা দরকার। সরকারেরও উচিত এই বিষয়ে পদক্ষেপ করা। বিশেষজ্ঞরা বলেছেন, ছাগলের বসন্ত রোগের টিকা এক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। সেটাই একমাত্র রাস্তা।’‌

পশুর শরীর থেকে মানুষের শরীরে নানারকম ভাইরাস এসে দানা বাঁধে, সেটা এর আগেও দেখা গিয়েছে। সোয়াইন ফ্লু থেকে ইবোলা বা করোনা ভাইরাসের সংক্রমণ, সবটাই পশুর শরীর থেকেই হয়েছে। এক্ষেত্রেও তাই আতঙ্ক রয়েছে মানুষের মধ্যে। কারণ, অসমের একটা অংশে গরুর শরীরে এই বসন্ত রোগের মতো চাকা চাকা দাগ দেখা দিচ্ছে। প্রায় প্রতিটি কৃষক পরিবারেই গরু থাকে। অসমেও তাই আছে। সেই কারণেই দাবি মৃণাল দাবি করেছেন, অসমের কৃষিমন্ত্রী ও কেন্দ্রীয় সরকারকে অতিদ্রুত ব্যবস্থা নিতে। না হলে ছড়িয়ে পড়তে পারে এই রোগ। কয়েকদিন আগেই আফ্রিকায় সোয়াইন ফ্লু অসমের শুয়োরের মাংসের বাণিজ্যে ব্যাপক প্রভাব ফেলেছে। সেই কারণে এই রোগ দেখে প্রমাদ গুণছেন সাধারণ মানুষ।

সরকারের পক্ষ থেকে অবশ্য ইতিমধ্যে একটি পরামর্শ জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, Lumpy Skin Disease (LSD)–তে আক্রান্ত হওয়া বেশ কিছু গবাদি পশুর সন্ধান পাওয়া গিয়েছে। সেখানে বেশ কয়েকটি উপসর্গের কথা প্রশাসনের কানে এসেছে। এই নিয়ে সরকারি নির্দেশ বেশ কয়েকটি জেলায় ইতিমধ্যে দিয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন জেলায় পশু বিশেষজ্ঞদের মধ্যে এই নিয়ে পরামর্শ পাঠিয়ে দেওয়া হয়েছে। যাতে এই রোগ ছড়িয়ে পড়তে না পারে।’‌

Published by:Uddalak Bhattacharya
First published:

Tags: Assam