#ভোপাল: প্রেমের শাস্তি স্বরূপ প্রমিক যুগলকে নগ্ন করে গোটা গ্রাম ঘোরালো স্থানীয়রা ৷ লজ্জাজনক এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের রতলাম জেলায় ৷ বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পরায় দু’জনকে নগ্ন করে ঘরানো হল গ্রামে ৷ ঘটনার প্রতিবাদ তো দুরের কথা, বরং নৃশংস এই ঘটনার ভিডিও রেকর্ড করতে ব্যস্ত দেখা গেল এলাকাবাসীদের ৷
মধ্যপ্রদেশের মেঘলিখেড়া গ্রামের এক গৃহবধূ ওই গ্রামেরই এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক জড়িয়ে পড়েন ৷ ওই যুবকও বিবাহিত ছিলেন বলে জানা গিয়েছে ৷ ১৫ দিন আগে গ্রাম থেকে পালিয়ে যায় ওই প্রমিক যুগল ৷ আশ্রয় নেয় রতলাম জেলায় ৷ সেখানেই সুকিয়ে থাকতে শুরু করেন তারা ৷
মহিলার শ্বশুরবাড়ির লোকজন এই বিষয়ে জানতে পেরেই রতলামে গিয়ে তাদের জোর করে ফিরিয়ে নিয়ে আসে গ্রামে ৷ সেখানে প্রথমে তাদের বেধড়ক মারধর করা হয় ৷ এরপর তাদের নগ্ন করে গ্রামে ঘুরতে বাধ্য করা হয় ৷ এরপরও তাদের নিস্তার দেওয়া হয়নি ৷ তাদের বন্দি করে রাখা হয় ৷
প্রমিক যুগলের উপর হওয়া অত্যাচারের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেওয়া হয় ৷ এরপরই তা ভাইরাল হয়ে যায় ৷ সোমবার দিন ঘটনাটি ঘটেছে ৷ ভিডিওটি ভাইরাল হওয়ার পর ঘটনাটি প্রকাশ্যে এসেছে ৷
ঘটনার খবর জানতে পেরে গ্রামে গিয়ে যুবককে উদ্ধার করেছে পুলিশ ৷ তবে ওই যুবকের প্রমিকার কোনও হদিশ পায়নি পুলিশ ৷
মহিলার স্বামী-সহ ১৩ জনের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা দায়ের করেছে পুলিশ ৷ ঘটনার পর থেকেই অভিযুক্তরা সকলেই পলাতক ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengali News, Couple strip naked, ETV News Bangla, Extra Marital Affair, Shocking Video, Woman and Paramour paraded naked