#নয়াদিল্লি: বিরোধীদের অনাস্থা প্রস্তাব ঘিরে লোকসভায় তুমুল হট্টোগোল ৷ হট্টোগোলের জেরে আজকের মতো মুলতুবি হল লোকসভা অধিবেশন ৷ লোকসভায় পেশ হল না অনাস্থা প্রস্তাব ৷ লোকসভায় ওয়েলে নেমে হট্টগোল ৷ হইচই টিডিপি, ওয়াইএসআর কংগ্রেসের ৷ বিক্ষোভে সামিল টিআরএস সাংসদরাও৷
অন্ধ্রকে বিশেষ রাজ্যের মর্যাদার দাবি নিয়ে লোকসভায় হট্টগোল ৩ বিরোধী দলের আজকের মতো মুলতুবি লোকসভা ৷ সঙ্গে সঙ্গেই বিক্ষোভ শুরু করে টিডিপি, এআইএডিএমকে ৷ আগেই মুলতুবি হয় রাজ্যসভা ৷
লোকসভায় ৩টি অনাস্থা প্রস্তাব জমা দেওয়া হয়েছিল ৷ ২টি অনাস্থা প্রস্তাব জমা দেয় টিডিপি ৷ ১ টি প্রস্তাব জমা ওয়াইএসআর কংগ্রেসের ৷ অনাস্থা আনতে ৫০ সদস্যের সম্মতি প্রয়োজন ৷
অনাস্থা প্রসঙ্গে সংসদ বিষয়ক মন্ত্রী অনন্ত কুমার জানান, ‘অনাস্থা মোকাবিলায় প্রস্তুত কেন্দ্র ৷ সরকারের প্রয়োজনীয় সমর্থন আছে ৷ জয়ের ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী ৷ ’
মোদি সরকারের বিরুদ্ধে বিরোধীদের তৎপরতা তুঙ্গে। লোকসভায় কেন্দ্রের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের ডাক দিয়েছিল ওয়াই এস আর কংগ্রেসের। এ বিষয়ে, জগনমোহনকে সমর্থন জানিয়েছেন টিডিপি, কংগ্রেস, তৃণমূল-সহ বামদলগুলি।
অন্ধ্রপ্রদেশকে বিশেষ রাজ্যের তকমা দেওয়ার দাবিতে সোমবার সংসদে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিল ওয়াইএসআর কংগ্রেস ও তেলুগু দেশম পার্টি। ফলে সপ্তাহের প্রথম কাজের দিন থেকেই সংসদে হইচই বাধার সম্ভাবনা। আর তেমনটিই ঘটল ৷
মোদী সরকারের বিরুদ্ধে এটাই বিরোধীদের প্রথম অনাস্থা প্রস্তাব। ওয়াইএসআর কংগ্রেস ও টিডিপির এই প্রস্তাবকে সমর্থন করবে কংগ্রেস, বাম, তৃণমূল, এসপি ও আরজেডি। অন্যদিকে, টিআরএস ও এআইডিএমকে আইন প্রণয়নের ক্ষেত্রে সব সময়েই কেন্দ্রের পাশে থেকেছে, তাই আজও তাদের সমর্থন থাকতে পারে মোদী সরকারের দিকেই।
অন্ধ্রের আঞ্চলিক রাজনীতিতে ওয়াইএসআর কংগ্রেস ও টিডিপি অন্ধ্রের পরস্পরের ঘোর বিরোধী। তবে বিশেষ রাজ্যের তকমা নিয়ে আঞ্চলিক আবেগ নিজেদের দিকে নিয়ে আসার বাধ্যবাধকতা উভয় দলের মধ্যেই রয়েছে। তাই দু’দলই নোটিশ পাঠিয়েছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার।
তবে লোকসভায় এনডিএর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় সরকার পড়ে যাওয়ার কোনও আশঙ্কা নেই। শুধু বিজেপির সঙ্গেই ২৭২ জন সাংসদ রয়েছেন, এছাড়াও রয়েছে জোটসঙ্গীদের সমর্থন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Indian politics, Lok sabha, Modi Govt, News, No confidence