#নয়াদিল্লি: এবার থেকে দেশের সমস্ত স্কুলগুলিতে বাধ্যতামূলক হতে পারে গীতাপাঠ ৷ পড়ুয়াদের ভগবৎ গীতা পড়ানোর জন্য তৈরি হতে পারে নতুন আইন ৷ স্কুলে গীতাপাঠ বাধ্যতামূলক করতে সংসদের পরবর্তী অধিবেশনে এই মর্মে বিল পেশ হতে পারে ৷
সংবাদ সংস্থা সূত্রে খবর, বিজেপি সাংসদ রমেশ বিধুরি আগামী অধিবেশনে সমস্ত স্কুলে গীতা পাঠ বাধ্যতামূলক করতে বিল পেশ করবেন ৷ বিজেপি সাংসদের দাবি, গীতার শিক্ষা তরুণ প্রজন্মকে সুশিক্ষিত করবে ৷ গীতায় বর্ণিত মহৎ আদর্শ ও বাণী পড়ুয়াদের ব্যক্তিত্বকে প্রভাবিত করবে ৷ তাদের একজন ভাল মানুষ ও সু-নাগরিক করে তুলবে ৷
রমেশ বিধুরির প্রস্তাব অনুযায়ী, ‘এডুকেশনাল ইনস্টিটিউটস বিল, ২০১৬’-য় বলা হয়েছে, দেশের প্রত্যেক স্বীকৃত স্কুলে নীতি শিক্ষা হিসেবে পাঠ্যবই হিসেবে ভগবৎ গীতা পড়াতেই হবে ৷ নয়া প্রস্তাব অনুযায়ী, কোনও স্কুল গীতা পাঠ বাধ্যতামূলক করার নির্দেশ না মানলে তার স্বীকৃতি বাতিল করা হবে ৷
এই বিজেপি সাংসদের মতে, গীতা পাঠ মানুষকে সমৃদ্ধ করে ৷ তরুণ প্রজন্ম গীতার তত্ত্ব ও বাণী থেকে জীবনে সফল হওয়ার শিক্ষা পাবে ৷ বিভিন্ন সময় স্বামী বিবেকানন্দ, ঋষি অরবিন্দের মতো বিভিন্ন মণীষীরা গীতা থেকেই প্রভাবিত হয়েছেন ৷ কুরুক্ষেত্রে যুদ্ধের সময় অর্জুনকে দেওয়া কৃষ্ণের পরামর্শ ও বাণী আজকের যুগেও সমান ভাবে মূল্যবান ৷ সুষ্ঠ নেতৃত্বের কৌশল ও ম্যানেজমেন্টের শিক্ষা দেয় ভগবৎ গীতা ৷ তবুও বহু শিক্ষা প্রতিষ্ঠান গীতাকে অবহেলা করেন ৷ এটা এবার বন্ধ হওয়া দরকার বলে মনে করেন রমেশ বিধুরি ৷
আগামী অধিবেশনেই এই নয়া বিল, ‘কম্পালসারি টিচিং অফ ভগবদ্গীতা অ্যাজ এ মোরাল এডুকেশন টেক্স বুক ইন এডুকেশনাল ইনস্টিটিউটস বিল, ২০১৬’ নিয়ে আলোচনা করতে আগ্রহী বিজেপি সাংসদ ৷
উল্লেখ্য, এই বিল লাগু করার জন্য সরকারকে অন্তত ৫১০০ কোটি টাকার ব্যবস্থা রাখতে হবে ৷
শুনলে আশ্চর্য হতে পারেন সম্প্রতি নেদারল্যান্ডে পঞ্চম শ্রেণীর ডাচ পড়ুয়াদের জন্য গীতা পাঠ বাধ্যতামূলক করেছে সে দেশের সরকার ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bhagavad Gita, Bhagavad Gita Mandatory, BJP, BJP MP, Lok sabha, Moral Education, Moral Education Subject, Moral Education Subject In Schools