#বারাণসী: আবার বারাণসীতে মোদি ঝড়৷ প্রায় আড়াই লক্ষ ভোটে এগিয়ে রয়েছেন তিনি৷ এখনও পর্যন্ত বারাণসীতে বিজেপির প্রাপ্ত ভোট ৩লক্ষ ৪৭ হাজার ৯০৪৷ অনেকটা পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন সপার শালিনী যাদব৷ বেলা ২ পর্যন্ত তার প্রাপ্ত ভোট ১লক্ষ ৬ হাজার ৩৩১টি৷ এবারও তৃতীয় স্থানে রয়েছেন কংগ্রেসের অজয় রাই৷
গতবার এই আসনটি থেকে বিপুল ভোটে জয়ী হন৷ গতবার যদিও এই আসন থেকে ৩ লক্ষ ৭১ হাজার ৭৮৪ ভোটে জয়ী হন তিনি মোদি৷ ২০১৪-এ বারাণসী থেকে বিজেপির প্রাপ্ত ভোটের শতাংশ ছিল ৫৬.৩৭৷ আপের অরবিন্দ কেজরিওয়াল ছিলেন দ্বিতীয় স্থানে৷
তার এই জয়ের পিছনে রয়েছে কর্মী-সমর্থকদের বিপুল সমর্থন৷ তাই বিকেলেই তাদেরকে ধন্যবাদ জানাবেন মোদি৷ বিকেলেই তিনি রাখবেন বক্তব্য৷