#নয়াদিল্লি : ভারতীয় দলের ক্রিকেটার হিসেবে বিশ্বকাপ, আইপিএলে কেকেআর অধিনায়ক হিসেবে দু‘বার আইপিএল ট্রফি জিতে ক্রিকেটার হিসেবে নজির গড়েছিলেন ৷ এবার ভোটের বাজারে নেমেও একেবারে স্টেপআউট করেই ছক্কা হাঁকালেন গৌতম গম্ভীর ৷
পূর্ব দিল্লি থেকে বিজেপির টিকিটে দাঁড়িয়ে তিনি পেলেন ৬৯৫১০৯ ভোট ৷ তাঁর নিকটতম প্রার্থী কংগ্রেসের অরবিন্দর সিং লাভলি পেলেন ৩০৪৭১৮ ভোট ৷ জয় পেলেন ৩৯০,৩৯১ ভোটে ৷
ভোটে জয়ের পরে গৌতম টুইট করে সকলকে ধন্যবাদ জানিয়েছেন পাশাপাশি নিজের নিকটতম প্রতিপক্ষকেও একহাত নিয়েছেন তিনি ৷ লিখেছেন না ‘লাভলি কভার ড্রাইভ না এটা আতশি বল্লেবাজি, এটা বিজেপির গম্ভীর আইডিওলজি যা মানুষ মন থেকে মেনে নিয়েছে ৷
আরও দেখুন