LIVE: নির্বাচন কমিশনের সার্ভারে বিভ্রাট, পাওয়া যাচ্ছে না গণনার খবর, পরিস্থিতি মোকাবিলায় যুদ্ধকালীন তৎপরতা

Bangla Editor | News18 Bangla
Updated:May 23, 2019 09:04 AM IST
LIVE: নির্বাচন কমিশনের সার্ভারে বিভ্রাট, পাওয়া যাচ্ছে না গণনার খবর, পরিস্থিতি মোকাবিলায় যুদ্ধকালীন তৎপরতা
Bangla Editor | News18 Bangla
Updated:May 23, 2019 09:04 AM IST

#কলকাতা: গণনা শুরু হওয়ার পর ঘণ্টা পেরনোর আগেই সার্ভার ডাউন ৷ মিলছে না কমিশনের আপডেট ৷ গণনা সংক্রান্ত কোনও আপডেট পাচ্ছে না সিইও দফতর ৷ কোন আসনে কে এগিয়ে কে পিছিয়ে জানাতে পারছে না সিইও দফতর ৷ পরিস্থিতি মোকাবিলায় তৎপর সিইও দফতর ৷ পরিস্থিতি মোকাবিলায় যুদ্ধকালীন তৎপরতা ৷

প্রথমে পোস্টাল ব্যালট গণনা ৷ তারপর ইভিএমে ভোট গণনা ৷ ইভিএমে এক রাউন্ড শেষে ট্রেন্ড প্রকাশ ৷ ইভিএম গণনার পর ভিভিপ্যাট গণনা ৷ মিলিয়ে দেখা হবে ভিভিপ্যাটের স্লিপ ৷ প্রতি বিধানসভায় ৫টি ভিভিপ্যাট গণনা ৷ প্রতি লোকসভায় গণনার জন্য লটারির মাধ্যমে বেছে নেওয়া হবে ৩৫টি ভিভিপ্যাট ৷

First published: 09:04:28 AM May 23, 2019
পুরো খবর পড়ুন
Loading...
अगली ख़बर