Lok Sabha Election 2019 Result LIVE: অসমে অব্যাহত রইল বিজেপির বিজয় রথ

Bangla Editor | News18 Bangla
Updated:May 23, 2019 04:03 PM IST
Lok Sabha Election 2019 Result LIVE: অসমে অব্যাহত রইল বিজেপির বিজয় রথ
File Photo
Bangla Editor | News18 Bangla
Updated:May 23, 2019 04:03 PM IST

#গুয়াহাটি: চোদ্দকেও ছাপিয়ে গেল উনিশ। আবারও দেশ জুড়ে পদ্ম-ঝড়। মোদি ক্যারিশমাতেই ফের বিজেপির বাজিমাত। অসমে ১৪টি আসনের মধ্যে ১০টি আসনে এগিয়ে এনডিএ। উত্তর-পূর্বাঞ্চলে বিজেপি-এজিপি জোটের ঝড়ে উড়ে গেল কংগ্রেস।

উত্তর পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্য অসম। এরাজ্যে লোকসভার ১৪টি আসন রয়েছে। এ রাজ্যের ১৪টি আসন হল- বারপেটা, ধুবুরি, ডিব্রুগড়, গুয়াহাটি, জোড়হাট, কালিবর, করিমগঞ্জ, কোকরাঝাড়, লক্ষীপুর, মঙ্গলদই, নওগাঁও, শিলচর এবং তেজপুর। বস্তুত উত্তর-পূর্ব ভারতে বিজেপির জয়যাত্রা অসম থেকেই শুরু হয়েছে।

ডিব্রুগড়, গুয়াহাটি, জোড়হাট, লখিম পুর, মঙ্গলদৈ, নওগাঁও, শিলচর আর তেজপুর এগিয়ে বিজেপি। বরপেটা আর কালিয়াবর- এ এগিয়ে এজিপি। স্বায়ত্বশাসিত জেলায় এগিয়ে কংগ্রেস। ধুবরি, করিমগঞ্জ আর কোকড়াঝর- এ এগিয়ে এআইইউডিএফ।

Capture

১৪টি লোকসভা কেন্দ্রের জন্য লড়েছেন ১৪৫ জন প্রার্থী। প্রথম দ্বিতীয় এবং তৃতীয় এই তিন দফায় ভোট হয়েছে অসমে।একটা সময় অসমের কংগ্রেসের সংগঠন ছিল খুবই শক্তিশালী। দীর্ঘদিন সরকারও চালিয়েছে তারা

First published: 04:02:13 PM May 23, 2019
পুরো খবর পড়ুন
Loading...
अगली ख़बर