#হায়দরাবাদ: বাড়ানো হল লকডাউনের সময়সীমা৷ দেশজুড়ে ১৭ মে পর্যন্ত লকডাউন চলছে৷ তার মধ্যেই নিজের রাজ্যে ২৯ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও৷
মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান যে, সন্ধে ৬ টার মধ্যে রাস্তা পুরোপুরি খালি হয়ে যাবে৷ তারপর আর বাড়ি থেকে কেউ বেরতে পারবেন না৷ প্রয়োজন অনুযায়ী, জরুরি জিনসপত্রও তার আগে কিনে নিতে হবে৷ সন্ধে ৭টা থেকে রাজ্যে কার্ফু জারি হবে বলেই তিনি জানিয়েছেন৷ যদি সেই সময় কেউ বাড়ির বাইরে আসেন, তাহলে পুলিশ কড়া ব্যবস্থা নেবে৷
তবে রাজ্যবাসীর উদ্দেশ্যে তাঁর ঘোষণা যে, সরকার প্রস্তুত রয়েছে৷ সব রকম চিকিৎসা পরিষেবা রয়েছে তাঁদের কাছে৷ তবে সাধারণ মানুষকে সহযোগিতা করতে হবে বলেই জানান তিনি৷ ৬৫ বছরের বেশি এবং ছোট বাচ্চাদের বাড়তি নিষেধাজ্ঞা থাকছে, জানিয়েছেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
Chief Minister K Chandrashekar Rao announced the extension of lockdown in Telangana to May 29. Read @ANI Story | https://t.co/T5d53LJJN4 pic.twitter.com/0pF4eopjIY
— ANI Digital (@ani_digital) May 5, 2020
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।