হোম /খবর /দেশ /
মহারাষ্ট্রের থানেতে ৯ থেকে ৩১ মার্চ পর্যন্ত লকডাউন

মহারাষ্ট্রের থানেতে ৯ থেকে ৩১ মার্চ পর্যন্ত লকডাউন

গত ২৪ ঘণ্টায় মুম্বইয়ে কোভিড ধরা পড়েছে ২ হাজার ৮৭৭ জনের। তবে মুম্বইকে ছাপিয়ে গিয়েছে পুণে (৪,৯৬৫) এবং নাগপুরে (৩,৯৭৬)। তিন শহরের ক্ষেত্রেই এটা দৈনিক সংক্রমণে রেকর্ড। উদ্বেগজনক ভাবে বাড়ছে সংক্রমণের হারও। এই মুহূর্তে রাজ্যে ২০শতাংশ মানুষের কোভিড পজিটিভ আসছে।এখন প্রাথমিক লক্ষ্য, এটাকে ৫ শতাংশের নীচে নিয়ে যাওয়া।

গত ২৪ ঘণ্টায় মুম্বইয়ে কোভিড ধরা পড়েছে ২ হাজার ৮৭৭ জনের। তবে মুম্বইকে ছাপিয়ে গিয়েছে পুণে (৪,৯৬৫) এবং নাগপুরে (৩,৯৭৬)। তিন শহরের ক্ষেত্রেই এটা দৈনিক সংক্রমণে রেকর্ড। উদ্বেগজনক ভাবে বাড়ছে সংক্রমণের হারও। এই মুহূর্তে রাজ্যে ২০শতাংশ মানুষের কোভিড পজিটিভ আসছে।এখন প্রাথমিক লক্ষ্য, এটাকে ৫ শতাংশের নীচে নিয়ে যাওয়া।

বেশ কিছু এলাকায় গত কয়েকদিনে হু হু করে বেড়েছে করোনা সংক্রমণ ৷ তাই ফের লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায়, মহারাষ্ট্রের থানের ১৬টি হটস্পটে ৯ থেকে ৩১ মার্চের মধ্যে লকডাউন ঘোষণা করা হয়েছে ৷ থানের পুর কমিশনার বিপিন শর্মা জানিয়েছেন, বেশ কিছু এলাকায় গত কয়েকদিনে হু হু করে বেড়েছে করোনা সংক্রমণ ৷ তাই ফের লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

দেশজুড়ে লকডাউনের সময় যে বিধিনিষেধ জারি করা হয়েছিল ৯ থেকে ৩১ মার্চের মধ্যে নির্দিষ্ট কিছু এলাকায় ফের সেগুলি জারি করা হবে ৷ তবে হটস্পটের বাইরে যে এলাকাগুলি সেখানে গতিবিধির উপরে ছাড় দেওয়া হবে ৷ বর্তমানে করোনা ভাইরাসের জেরে সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে থানে ৷ গত ৩ দিনে মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ছিল প্রায় ১০ হাজারের বেশি ৷ সোমবার অবশ্য সংখ্যা কমে হয়েছে ৮৭৪৪ ৷

এর জেরে মহারাষ্ট্রে মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২২,২৮,৪৭১ ৷ মৃতের সংখ্যা ৫২,৫০০ ৷ বর্তমানে রাজ্যে ৯৭৬৩৭ অ্যাক্টিভ কেস রয়েছে ৷

Published by:Dolon Chattopadhyay
First published:

Tags: Lockdown