হোম /খবর /দেশ /
জয়ের উচ্ছ্বাস, 'ভাইরাল' ছোট্ট কেজরিওয়ালে মজে দিলওয়ালো কি দিল্লি!

জয়ের উচ্ছ্বাস, 'ভাইরাল' ছোট্ট কেজরিওয়ালে মজে দিলওয়ালো কি দিল্লি!

দিল্লির জয়ের সেলিব্রেশনের কেন্দ্রবিন্দুতে সেই মাফলারফ্যান৷

  • Last Updated :
  • Share this:

#দিল্লি: দিল্লিতে আপের জয় জয়কার৷ আবারও দিল্লি দখল করলেন অরবিন্দ কেজরিওয়াল৷ দিল্লির জয়ের সেলিব্রেশনের কেন্দ্রবিন্দুতে সেই মাফলারফ্যান৷ ভোট গণনার শুরু থেকেই নজরে আসছেন তিনি৷ তবে তার বয়স অরবিন্দ কেজরিওয়ালের হাঁটুর সমান! তিনি খুদে মাফলারম্যান৷ দিল্লির ফলাফলের সকাল থেকে সবার নজরে ছোট্ট কেজরিওয়াল৷ তিনিই জিতে নিলেন দিল্লিওয়ালোর মন৷ আপের জয়ে তার ছবিই ভাইরাল৷

বয়স মাত্র ১ বছর৷ নাম আভ্যান তোমার৷ তার বাবা রাহুল তোমার পেশায় ব্যবসায়ী এবং আপ সমর্থক৷ তার মা মীনাক্ষীও আপের সমর্থক৷ সকাল থেকেই হাওয়া বুঝে ছেলেকে পুচকে কেজরি সাজিয়েছিলেন মা-বাবা৷ আপের সদর দফতরের সামনে প্রথম দেখা গিয়েছিল তাকে৷ ব্যাস, ছোট্ট কেজরিকে দেখে সকলেই উচ্ছ্বসিত৷

আরও পড়ুনDelhi Election Result : ‘অচ্ছে বিতে ৫ সাল, লগে রহো কেজরিওয়াল’, হ্যাটট্রিক আপ সু্প্রিমোর, যে মন্ত্রে দিল্লির দিল জয় কেজরিওয়ালের

দিনভর তিনিই কাড়লেন নজয়৷ দিল্লির ফলাফল সামনে আসার সঙ্গে সঙ্গে ছোট্ট কেজরিও হল ভাইরাল৷ তাকে নিয়ে দিনভর প্রচুর ট্যুইটও হল৷ দেখে নিন এই ১ বছরের মিষ্টি কেজরিওয়ালকে৷

Published by:Pooja Basu
First published:

Tags: Arvind Kejriwal, Mufflerman