#নয়াদিল্লি: নকরোনা ভাইরাসের প্রকোপ থেকে মানুষকে বাঁচাতে দেশজুড়ে চলছে লকডাউন ৷ জরুরি পরিষেবা ছাড়া বাকি সমস্ত কাজ ও পরিষেবা বন্ধ রাখা হয়েছে ৷ প্রথম পর্যায়ে ১৪ এপ্রিল পর্যন্ত লকডাউনের ঘোষণা করা হয়েছিল ৷ কিন্তু পরিস্থিতি দেখে সেটি ৩ মে পর্যন্ত বাড়ানো হয়েছে ৷ তবে লকডাউনের দ্বিতীয় পর্যায়ে বেশি ক্ষেত্রে কাজ শুরু করার অনুমতি দেওয়া হয়েছে যাতে দেশের আর্থিক অবস্থার কিছুটা উন্নতি হয় ৷ সোমবার বেশ কিছু সেক্টরে কাজ শুরু করে দেওয়া হচ্ছে ৷
এই সংক্রান্ত কেন্দ্র সরকারের তরফে একটি লিস্ট জারি করা হয়েছে ৷ তবে তাতে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে সমস্ত জায়গা হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে সেখানে কোনও কাজ শুরু করা যাবে না ৷
কোন কোন কাজের জন্য ছাড় মিলবে ? দেখে নিন এক নজরে .....
গ্রামীণ এলাকায় কো-অপারেটিভ সোসাইটি ও ব্যাঙ্কিং ছাড়া অন্যান্য আর্থিক সংস্থাগুলিকে ন্যূনতম স্টাফ নিয়ে অপারেট করার অনুমতি দেওয়া হয়েছে ৷ এর পাশাপাশি গ্রামীণ এলাকায় নির্মাণ কাজে ছাড় দেওয়া হয়েছে ৷ জলের সাপ্লাই, বিদ্যুৎ, কমিউনিকেশনের সঙ্গে যুক্ত কাজে লকডাউনে ছাড় দেওয়া হয়েছে ৷ সরকারে তরফে বাঁশ, নারকেল, সুপারি, কোকো ও মশলার চাষ, প্রোসেসিং, প্যাকেজিং, বিক্রির পাশাপাশি লেনদেনেও ছাড় দেওয়া হয়েছে ৷
আজ থেকে কী কী কাজ শুরু হবে ?
১. ফল সবজির ঠেলা গাড়ি, পরিষ্কার করার জিনিস বিক্রি করে এমন দোকান খুলে যাবে ৷ ২. রেশনের দোকান, ডেয়ারি ও মিল্ক বুথ, পোল্ট্রি, মাংস ও মাছের দোকান ৷ ৩.ইলেক্ট্রিশিয়ান, প্লাম্বার, মোটর মেকানিক, কারপেন্টার, ক্যুরিয়র, ডিটিএইচ ও কেবল সার্ভিস ৷ ৪. ই-কমার্স সংস্থাগুলিও ২০ এপ্রিল থেকে কাজ শুরু করতে পারবে ৷ তবে ডেলিভারির জন্য যে গাড়ি ব্যবহার করা হবে তার জন্য বিশেষ অনুমতি নিতে হবে ৷ ৫. কেবল সরকারি গতিবিধির জন্য যে ডেটা ও কল সেন্টার কাজ করে সেগুলি খুলে যাবে ৷ ৬. আইটি এবং এর সঙ্গে যুক্ত পরিষেবা ৷ তবে ৫০ শতাংশ স্টাফ নিয়ে কাজ করতে হবে ৷ ৭.এর পাশাপাশি গ্রামে ইট ভাটা ও ফুড প্রোসেসিং ইন্ডাস্ট্রি কাজ করা শুরু করে দেবে ৷ ৮.কোল্ড স্টোরেজ ও ওয়ারহাউজ কাজ করা শুরু করে দেবে ৷ ৯. ফিশিং অপারেশন চলবে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Corona Virus, COVID-19, Lockdown