#নয়াদিল্লি: প্রচন্ড ঠান্ডায় কাঁপছে দেশের একাধিক রাজ্য ৷ সকাল থেকেই ঘন কুয়াশায় ঢেকে থাকছে আকাশ ৷ দিল্লি-সহ উত্তরপ্রদেশ, বিহারের মতো রাজ্যের বেশির ভাগ এলাকায় ঠান্ডা বেড়েই চলেছে ৷ মৌসম বিভাগের তরফে বিভিন্ন রাজ্যে ঠান্ডা ও কুয়াশার অ্যালার্ট জারি করা হয়েছে ৷ কুয়াশার জেরে প্রভাবিত হচ্ছে ট্রেন পরিষেবাও ৷ কুয়াশার জেরে দৃশ্যমান্যতা কম থাকায় ২২ ডিসেম্বর দেশজুড়ে ১০০-র বেশি ট্রেন বাতিল করেছে ভারতীয় রেল ৷
মঙ্গলবার দিল্লি-এনসিআর, উত্তরপ্রদেশ ও বিহার-সহ অন্যান্য রাজ্যে কুয়াশার কারণে দৃশ্যমান্যতা অনেকটাই কমে গিয়েছে ৷ এর জেরে রেলের পাশাপাশি বিমান পরিষেবাও ব্যাহত হয়েছে ৷ রেলের তরফে বেশ কিছু ট্রেন আংশিক ভাবে বাতিল করা হয়েছে ৷ ২২ ডিসেম্বর ২১টি ট্রেন আংশিক ভাবে বাতিল করা হয়েছে ৷
ট্রেনের পাশাপাশি বিমান সংস্থা স্পাইসজেটের তরফে জানানো হয়েছে পটনা, বারাণসী, জলান্ধরের মতো শহরের বিমান পরিষেবা ব্যাহত হতে পারে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Indian Railways