হোম /খবর /দেশ /
উল্টে গেল মদ বোঝাই ট্রাক, স্থানীয়রা যে যার মতো বোতল চুরি করে পালাল !

উল্টে গেল মদ বোঝাই ট্রাক, স্থানীয়রা যে যার মতো বোতল চুরি করে পালাল !

Photo Courtesy: ANI

Photo Courtesy: ANI

পুলিশের সামনে থেকেই মদের বোতল যে যটা পেরেছে চুরি করে পালিয়েছে ৷

  • Last Updated :
  • Share this:

#রায়পুর: ছত্তিসগড়ে মদের বোতল বোঝাই একটি ট্রাক উল্টে যাওয়ার পর যে দৃশ্য দেখা গেল ৷ তা দেখে অবাকই হতে হয় ! ট্রাকটি উদ্ধার করার চেয়ে ট্রাকের ভিতরে থাকা জিনিসগুলিকেই বেশি মাত্রায় ‘উদ্ধার’ করতে ব্যস্ত হয়ে পড়েছিলেন স্থানীয় মানুষজন ৷ কারণ অবশ্যই এত পরিমাণ মদের বোতল ! দুর্ঘটনাস্থল থেকে কয়েকটা তুলতে পারলে মন্দ কী ৷ যেমন ভাবা তেমনই কাজ ৷ পুলিশের সামনে থেকেই মদের বোতল যে যটা পেরেছে চুরি করে পালাচ্ছে !

ছত্তিসগড়ের কাওয়ার্ধা জেলার ঘটনা ৷ উল্টে যাওয়া ওই ট্রাকটির মধ্যে ছিল প্রায় ২০ লক্ষ টাকার মদ ৷ এই খবর ছড়িয়ে পড়তেও খুব বেশি সময় লাগেনি ৷ লকডাউনের মধ্যেও যে যেখান থেকে পেরেছে, এসে মদের বোতল চুরি করে পালিয়েছে ৷ ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল ৷ দামি দামি সব স্কচ, হুইস্কি, ভদকা সবাই যে যতটা পেরেছে নিজের ব্যাগে বা হাতে করেই নিয়ে পালিয়েছে ৷ ট্রাকটির মধ্যে ২০০ কার্টন মদের বোতল ছিল বলে জানা গিয়েছে ৷

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: Alcohol, Chhattisgarh