#রায়পুর: ছত্তিসগড়ে মদের বোতল বোঝাই একটি ট্রাক উল্টে যাওয়ার পর যে দৃশ্য দেখা গেল ৷ তা দেখে অবাকই হতে হয় ! ট্রাকটি উদ্ধার করার চেয়ে ট্রাকের ভিতরে থাকা জিনিসগুলিকেই বেশি মাত্রায় ‘উদ্ধার’ করতে ব্যস্ত হয়ে পড়েছিলেন স্থানীয় মানুষজন ৷ কারণ অবশ্যই এত পরিমাণ মদের বোতল ! দুর্ঘটনাস্থল থেকে কয়েকটা তুলতে পারলে মন্দ কী ৷ যেমন ভাবা তেমনই কাজ ৷ পুলিশের সামনে থেকেই মদের বোতল যে যটা পেরেছে চুরি করে পালাচ্ছে !
#Watch Locals rush to loot liquor bottles after a truck carrying it overturned in Kawardha, Chhattisgarh yesterday. "The truck was carrying 200 cartons of alcohol bottles worth Rs 20 lakhs. The estimated cost of damage yet to be determined," says Excise officer, Kawardha. pic.twitter.com/vieHBdPT4G
— ANI (@ANI) August 7, 2020
ছত্তিসগড়ের কাওয়ার্ধা জেলার ঘটনা ৷ উল্টে যাওয়া ওই ট্রাকটির মধ্যে ছিল প্রায় ২০ লক্ষ টাকার মদ ৷ এই খবর ছড়িয়ে পড়তেও খুব বেশি সময় লাগেনি ৷ লকডাউনের মধ্যেও যে যেখান থেকে পেরেছে, এসে মদের বোতল চুরি করে পালিয়েছে ৷ ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল ৷ দামি দামি সব স্কচ, হুইস্কি, ভদকা সবাই যে যতটা পেরেছে নিজের ব্যাগে বা হাতে করেই নিয়ে পালিয়েছে ৷ ট্রাকটির মধ্যে ২০০ কার্টন মদের বোতল ছিল বলে জানা গিয়েছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Alcohol, Chhattisgarh