corona virus btn
corona virus btn
Loading

চিড়িখানায় মহিলাকে জড়িয়ে ধরল বিশাল এক সিংহ, দেখুন ভাইরাল ভিডিও--

চিড়িখানায় মহিলাকে জড়িয়ে ধরল বিশাল এক সিংহ, দেখুন ভাইরাল ভিডিও--

দেখুন ভিডিও--

  • Share this:

#ওয়াকান্ডা: জঙ্গল থেকে তাকে ক্ষতবিক্ষত, রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেছিলেন এক মহিলা! বাড়ি নিয়ে এসে, সেবা শুশ্রুষা করে বনের রাজাকে ধীরে ধীরে  সুস্থ করে তোলেন মহিলা। কিন্তু জঙ্গলে ফিরিয়ে দিয়ে আসতে ভয় পাচ্ছিলেন, ক্ষতের উপশম হলেও শরীর তখনও দুর্বল... জঙ্গল জীবনে লড়ে টিকতে পারবে না সিংহ মশাই! কাজেই বনে ফিরিয়ে না দিয়ে চিড়িয়াখানায় সিংহটিকে রেখে আসেন মহিলা!

চিড়িয়াখানায় দিন কাটতে থাকে সিংহের৷ নতুন জীবন বেশ পছন্দই হয়ে যায়! এদিকে, সিংহর কথা বড় মনে পড়তে থাকে মহিলার৷ একদিন তিনি চলে যান চিড়িয়াখানায়, সোজা সিংহর খাঁচার সামনে৷

না, মহিলাকে ভুলে যায়নি সিংহ৷ দেখামাত্রই ঝাঁপিয়ে পড়ে খাঁচার জালে, গরাদের ফাঁক দিয়ে মাথা, থাবা বের করে আদর করতে থাকে৷ ভিডিওটি দেখে সত্যি চোখে জল এসে যায়!

আইএফএস অফিসার শুশান্ত নন্দা ভিডিওটি ট্যুইটারে শেয়ার করতেই  নিমেষে 'ভাইরাল'! বনের মহারাজাকে কুর্ণিশ নেটিজেনদের! সত্যিই, ভালবাসার কোনও নির্দিষ্ট ব্যাখ্যা হয় না, ভালবাসা শব্দে-বর্ণে বোঝানো যায় না...শুধু উপলব্ধি করা যায়!

Published by: Rukmini Mazumder
First published: May 11, 2020, 6:43 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर