#নয়াদিল্লি: আধার কার্ডকে দেশের নাগরিকদের একমাত্র পরিচয়পত্র করার পরিকল্পনার কথা আগেই জানিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। সেই লক্ষে ইতিমধ্যে একাধিক ক্ষেত্রে আধার কার্ডকে বাধ্যতামূলক করেছে কেন্দ্র। এবার মোবাইল পরিষেবার ক্ষেত্রেও আধার কার্ডকে বাধ্যতামূলক করার ঘোষণা সরকারের। গত মাসেই মোবাইল নম্বরকে আধারের সঙ্গে যুক্ত করতে কেন্দ্রকে নির্দেশ দেয় সুপ্রিং কোর্ট। তারপরই নির্দেশিকা জারি করে কেন্দ্রীয় টেলিকম মন্ত্রক। সম্প্রতি সকলের কাছেই টেলিকম সংস্থা থেকে মেসেজ পাঠানো হয়েছে আধার নম্বর লিঙ্ক করার জন্য ৷ তবে কীভাবে লিঙ্ক করতে হবে তা নিয়ে অনেকেরই অজানা ৷ সাধারণ মানুষের হয়রানি দূর করতে এবার আরও সহজ উপায় নিয়ে হাজির হয়েছে টেলিকম বিভাগ ৷
বুধবার টেলিভাগ বিভাগ মোবাইলের সঙ্গে আধার লিঙ্ক করার জন্য তিনটি পদ্ধতির কথা জানিয়েছে ৷ একটি ওটিপি-র (ওয়ান টাইম পাসওয়ার্ড) মাধ্যমে করা যাবে , অন্যটি অ্যাপের মাধ্যমে ও আরেকটি IVRS -(ইন্টার্যাক্টিভ ভয়েস রেসপন্স সিস্টেম) এর মাধ্যমে ৷ মোবাইল স্টোরে না গিয়েও সহজেই এবার বাড়িতে বসেই আধার লিঙ্ক করতে পারবেন মোবাইল নম্বরের সঙ্গে ৷ শুধু আধার লিঙ্কের সুবিধাই নয়, আধার রি-ভেরিফিকেশনও হবে ঘরে বসে।
প্রবীণ নাগরিকদের জন্য বাড়ি গিয়ে ভেরিফিকেশনেরও ব্যবস্থা রয়েছে ৷ অনলাইনে আবেদন জানালে আপনার বাড়ি গিয়ে ভেরিফিকেশন করা হবে ৷
যাঁদের আধার নম্বর নেই, পাসপোর্ট বা রেশন কার্ড ব্যবহার করে মোবাইল নম্বরের রি-ভেরিফিকেশন করা যাবে।