#নয়াদিল্লি: কেন্দ্রে নির্দেশ অনুযায়ী পয়লা জুলাইয়ের মধ্যে আধার ও প্যান কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক ৷ সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে যাদের কাছে আধার ও প্যান দুটি কার্ডই রয়েছে তাদের ক্ষেত্রে লিঙ্ক করা বাধ্যতামূলক ৷ এটা না করলে আর আইটি রিটার্ন দেওয়া যাবে না ৷ এমনকি বাতিলও হয়ে যেতে পারে প্যান কার্ড ৷ এর জেরে মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায় ৷ প্যান ও আধার লিঙ্ক করার জন্য তাদের মধ্যে হিড়িক পড়ে যায় ৷ সাইটে বেশি চাপ পড়ায় শেষ দিনে টেকনিক্যাল সমস্যার কারণে তা করা যায়নি অনেকের ক্ষেত্রে ৷ ফলে অনেকেই যারা লিঙ্ক করতে পারেননি তারা আতঙ্কে ভুগছেন ৷
প্রবীণ নাগরিকরা বা অনেকেই যারা ইন্টারনেট ব্যবহারে অতটা করতে দক্ষ নয় তাদের ভয় পাওয়ার আর দরকার নেই ৷ কারণ আধার ও প্যান লিঙ্ক করার আরও একটি সহজ পদ্ধতির কথা জানাল কেন্দ্র ৷
কেন্দ্রের তরফে জানানো হয়েছে, কেবল অনলাইন নয় এবার অফলাইনেও সহজে আধারের সঙ্গে লিঙ্ক করা যাবে প্যান কার্ড ৷ এসএমএস ও অনলাইনের পাশাপাশি এবার অফলাইনেও আধারের সঙ্গে যোগ করুন প্যান ৷
এর জন্য আয়কর দফতর নিয়ে এসেছে একটি নতুন ফর্ম ৷ প্যান ও আধার নম্বর, নিজের সঠিক নাম লিখতে হবে ফর্মে ৷ পাশাপাশি স্বাক্ষর করে জানাতে হবে যে আগে অন্য কোনও প্যান নম্বরের সঙ্গে এই আধার যোগ করার আবেদন তিনি করেননি ৷
পাশাপাশি একটি বিবৃতিতে স্বাক্ষর করতে হবে, সেটি হল, ‘আমি জানি, আধারের প্রমাণের জন্য নেওয়া আমার পরিচয় পত্রের সমস্ত তথ্য নিরাপদে ও গোপন থাকবে ।’
এরপর ফর্মটি জমা দিলেই আপনার আধারের সঙ্গে প্যান যুক্ত হয়ে যাবে ৷ এছাড়া অনলাইনে https://incometaxindiaefiling.gov.in/ এ গিয়ে লিঙ্ক করা যাবে আধার ও প্যান ৷ ৫৬৭৬৭৮ এবং ৫৬১৬১ নম্বরে এসএমএস করেও আধারের সঙ্গে প্যান সংযুক্ত করা যেতে পারে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Aadhar Card, Bengali News, Link Aadhar With Pan Card, Offline Filling Of Aadhar With Pan, Pan Card