#লখনউ: বজ্রপাতের জেরে উত্তর প্রদেশ, রাজস্থান এবং মধ্যপ্রদেশে অন্তত ৬৮ জনের মৃত্যু হল৷ এর মধ্যে শুধু উত্তর প্রদেশেই মৃত্যু হয়েছে ৪১ জনের৷ বজ্রাঘাতে রাজস্থানে প্রাণ হারিয়েছেন ২০ জন, মধ্যপ্রদেশে মৃতের সংখ্যা ৭৷
শনিবার থেকেই প্রবল ব্রজপাতের জেরে উত্তর প্রদেশের বিভিন্ন জেলা থেকে পরের পর মৃত্যুর খবর আসতে থাকে৷ আজ সকাল পর্যন্ত সেই সংখ্যাটা বেড়ে হয়েছে ৪১৷ এর মধ্যে শুধুমাত্র প্রয়াগরাজ জেলাতেই প্রাণ হারিয়েছেন ১৪ জন৷ কানপুর দেহাত এবং ফতেপুরে পাঁচ জন করে প্রাণ হারিয়েছেন৷ কৌসাম্বি, ফিরোজাবাদ, উন্নাওয়ের মতো জেলাগুলি থেকেও মৃত্যুর খবর এসেছে৷ মৃতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ প্রবল বৃষ্টিতে যাঁদের গবাদি পশুর ক্ষতি হয়েছে, তাঁদেরকেও ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে যোগী প্রশাসন৷
উত্তর প্রদেশ, রাজস্থান এবং মধ্যপ্রদেশে বজ্রাঘাতে মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়ে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ কেন্দ্রীয় সরকারের তরফে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথাও জানিয়েছেন প্রধানমন্ত্রী৷ আহতদের ৫০ হাজার টাকা করে সাহায্য করবে কেন্দ্রীয় সরকার৷
The Prime Minister was briefed about the loss of lives and damages due to lightning in parts of Uttar Pradesh. An ex-gratia of Rs. 2 lakh each from PMNRF would be given to the next of kin of the deceased and Rs. 50,000 would be given to the injured.
— PMO India (@PMOIndia) July 12, 2021
রাজস্থানেও মৃতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা করে দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট৷ রাজস্থানে মৃতদের মধ্যে সাতটি শিশুও রয়েছে৷ রবিবারই রাজস্থানের বিভিন্ন জেলায় প্রবল বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়৷ তখনই ঘটে যায় এতবড় বিপত্তি৷ বজ্রাঘাতে রাজস্থানে আহতের সংখ্যা ১৭৷ তাঁদের উদ্ধার করে জয়পুরের সোয়াই মান সিং হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Lightning, Rajasthan, Uttar Pradesh, Yogi Adityanath