#নয়াদিল্লি: লাগামছাড়া দূষণের জেরে দিল্লিতে জারি হল জরুরি অবস্থা। জনস্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থা। ৫ নভেম্বর পর্যন্ত দিল্লির সব স্কুলে ছুটি।
সম্প্রতি একটি রিপোর্টে জানা গিয়েছে, গাঙ্গেয় সমভূমি বাসিন্দাদের গড় আয়ু প্রায় ৭ বছর কমে যাচ্ছে দূষণের জেরে ৷ এই এলাকাগুলিতে ১৯৯৮-২০১৬ একটি রিসার্চে জানা গিয়েছে, দেশের মধ্যে উত্তর ভারতে দূষণ তিনগুণ ভয়ঙ্কর ৷
৪৮০ মিলিয়ন মানুষ বা ভারতের জনসংখ্যার ৪০ শতাংশ বিহার,চণ্ডীগড়, দিল্লি, হরিয়ানা, পঞ্জাব, উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গে বসবাস করেন ৷ গাঙ্গেয় সমভূমিতে দূষণের মাত্রা দেশের অন্যপ্রান্ত থেকে দ্বিগুণ ৷
দীপাবলির পর মাত্রাছাড়া দূষণে জেরবার রাজধানী। বজিরপুর, আনন্দ বিহার, বিবেক বিহার-- বায়ুদূষণের সূচক কোথাও ৫০০, তো কোথাও ৪৬০।
ট্যুইট করে দিল্লিকে গ্যাস চেম্বারের সঙ্গে তুলনা করেছেন খোদ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাঁর দাবি, হরিয়ানা, পঞ্জাবে কৃষিবর্জ্য পোড়ানোতেই গ্যাস চেম্বার হয়ে উঠছে দিল্লি। হরিয়ানা-পঞ্জাবের মুখ্যমন্ত্রীদের চিঠি লেখারও আবেদন জানিয়েছেন তিনি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।