corona virus btn
corona virus btn
Loading

জল না পেয়ে মাঠেই শুকিয়ে যাচ্ছে শাক, মাথায় হাত কৃষকদের

জল না পেয়ে মাঠেই শুকিয়ে যাচ্ছে শাক, মাথায় হাত কৃষকদের
Photo: News 18 Bangla
  • Share this:

#কলকাতা: দক্ষিণবঙ্গে বৃষ্টির আকাল। জলের অভাবে বিভিন্ন জেলায় ব্যাপক ক্ষতি হয়েছে ফসলের। ক্ষতির মুখে ভাঙড়ের পালং শাকচাষীরা। ধানচাষ করে লাভ না হওয়ায় তিনবছর ধরে ধানের জমিতে পালং শাক চাষ করে মুনাফার মুখ দেখছিলেন ভাঙড়ের কৃষকরা। ভাঙড় দু'নম্বর ব্লকের সানপুকুর , ভোগালি গ্রাম পঞ্চায়েতের নাংলা,আলাকুলিয়া,কাশিপুর গ্রামের চার থেকে পাঁচ হাজার বিঘে জমিতে পালংয়ের চাষ করেন কৃষকরা। প্রাক বর্ষা থেকে তিনমাস ধরে চলে পালং চাষ । এবছর বৃষ্টি না হওয়ায় মাথায় হাত কৃষকদের।

কৃষকদের অভিযোগ, শাকের গোড়া পচে নষ্ট হয়ে যাচ্ছে । সেচের জলে যেটুকু হয়, সেটুকুই। পর্যাপ্ত জলের অভাবে বিঘের পর বিঘে জমির শাক জমিতেই নষ্ট হয়ে যাচ্ছে। বাজারে যেটুকু নিয়ে যাওয়া যাচ্ছে, তার দাম কমছে।

৪০ কিলো পালং শাক বিক্রি হয় বারোশো টাকায়৷ বর্তমানে ৪০ কিলো বিকোচ্ছে চারশো টাকায়৷ একটু বৃষ্টির জন্য এখন হা-পিত্যেশ অপেক্ষা ভাঙড়-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়।

First published: July 20, 2019, 11:38 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर