#গুজরাত: লকডাউনের মধ্যে হাসপাতালের বাথরুমে ঢুকে গেল চিতাবাঘ! ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গুজরাতের গান্ধিনগরের কোলাবাদা আয়ুর্বেদিক হাসপাতালে। জানা গিয়েছে, বুধবার রাতে চিতাবাঘটি হাসপাতালে ঢুকে পড়ে। এরপর, একতলার একটি বাথরুমে ঢুকে পড়ে চিতাটি । সিসিটিভি ক্যামেরায় সে-দৃশ্য দেখতে পান হাসপাতালের কর্মীরা! খবর দেন নিরাপত্তারক্ষীদের ।
খবর যায় বন দফতরে। বন দফতরের কর্মী ও হাসপাতালের কর্মীদের চেষ্টায় চিতাবাঘটিকে বাথরুম থেকে বের করে, ঘুম পাড়ানি গুলি দিয়ে ঘুম পাড়িয়ে, খাঁচা বন্দি করা হয়। বন দফতরের কর্মীরা জানান, বাঘটিকে পরীক্ষা করে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। দিক কয়েক আগেই গুজরাতের উনায় একটি চিতা লোকালয়ে ঢুকে পোশা কুকুরকে মেরে ফেলে।
The #Lockdown is certainly giving more mobility to #wildlife across the nation. A leopard has been found at Kolavada Ayurvedic Hospital in #Gandhinagar. I hope @GujForestDept takes due care while capturing the #leopard.@WWFindia @drrajivguptaias @WWF @moefcc @Ganpatsinhv pic.twitter.com/vVf0iapHec
— Parimal Nathwani (@mpparimal) April 16, 2020