corona virus btn
corona virus btn
Loading

বাড়ি থেকে ৩ বছরের শিশুকে টেনে নিয়ে গেল চিতা বাঘ, আধখাওয়া অবস্থায় মিলল দেহ

বাড়ি থেকে ৩ বছরের শিশুকে টেনে নিয়ে গেল চিতা বাঘ, আধখাওয়া অবস্থায় মিলল দেহ
প্রতীকী চিত্র ।
  • Share this:

#বেঙ্গালুরু: চলছে লকডাউন । ফাঁকা রাস্তাঘাট । এতে একদিকে যেমন শুদ্ধ হচ্ছে প্রকৃতি, অন্যদিকে বাড়ছে বিপদও । ফাঁকা রাস্তায় মাঝেমধ্যেই বেরিয়ে পড়ছে বন্যপ্রাণীরা । ফলে প্রাণ সংশয় দেখা দিচ্ছে । তাই এই সময় জঙ্গলের আশেপাশের মানুষজনকে খুবই সাবধানে থাকতে বলা হচ্ছে । তা সত্ত্বেও এড়ানো যাচ্ছে না দুর্ঘটনা । এমনই মর্মান্তিক এক ঘটনা ঘটল বেঙ্গালুরুর রামনগরের মাগারি তালুক গ্রামে । তিন বছরের এক শিশুকে বাড়ি থেকে তুলে নিয়ে গেল চিতা বাঘ । পরে কাছের এক ঝোপ থেকে মিলল তার আধখাওয়া দেহ । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হেমন্ত নামের ওই শিশুটি পরিবারের সকলের সঙ্গেই রাতে শুতে গিয়েছিল । কিন্তু প্রচণ্ড গরমে বিদ্যুৎ চলে যাওয়ায় রাতে বাড়ির দরজা-জানলা খুলেই ঘুমিয়ে পড়েছিল হেমন্তর পরিবার । সকালে উঠে তাঁরা দেখেন, হেমন্ত নেই । তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায় না । এরপর গ্রামবাসীরাই হেমন্তকে তার বাড়ি থেকে ৬০ মিটার দূরের একটি ঝোপ থেকে উদ্ধার করে ।

Published by: Bangla Editor
First published: May 10, 2020, 1:27 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर