#অসম: অসমের আহুম গাঁওতে লেপার্ডকে ধরতে গিয়ে বিপদে ফরেস্ট অফিসাররা। গত ২৯ ডিসেম্বর থেকে একটি লেপার্ডকে এলাকায় ঘুরতে দেখেন ওখান কার সাধারণ মানুষ। তাঁরা বন দফতরকে খবর পাঠান। পর দিন সেই লেপার্ডকে ধরতে এসেই বিপদ ডেকে আনলেন বনকর্মীরা। লেপার্ডটি ওই এলাকার দিল্লি পাবলিক স্কুলের মধ্যে ঢুকে পড়ে। সেখানে একটি ড্রেনের ভিতর লুকিয়ে ছিল সে।
বনকর্মীরা লাঠি দিয়ে তাঁকে ড্রেন থেকে বের করার চেষ্টা করতেই লেপার্ডটি আরও ভয় পেয়ে যায়। আতঙ্ক থেকেই সে বনকর্মীর ওপর ঝাঁপিয়ে পড়ে। মাটিতে ফেলে থাবা বসায় ওই অফিসারের মুখে। কামড়ে ধরে। এই সময় তাঁকে ছাড়াতে অন্যরা এগিয়ে এলে তাঁদের ওপরও একই ভাবে হামলা করে লেপার্ড। হামলার পর ফের সে ড্রেনের মধ্যে ঢুকে পড়ে।
আহত অফিসারদের সঙ্গে ওই স্কুলের এক গার্ডও আছেন। আহতদের পাশের আয়ুষসুন্দ্রা হাসপাতালে ভর্তি করা হয়। লেপার্ডের কামড়ে মাথা ফেটে, গাল ফেটে রক্তাক্ত এক অফিসারের অবস্থা বেশ গুরুতর। তবে এত কিছুর পরও ওই লেপার্ডকে ধরা সম্ভব হয়নি। সে এখনও লুকিয়ে রয়েছে স্কুলের মধ্যেই। এর ফলে আতঙ্ক ছড়িয়েছে এলাকার মানুষের মধ্যে। কয়েক দিন আগেই একটি বাঘের উৎপাতে নাজেহাল হয়েছিল অসমের জীবন। সেই বাঘটিও ন্যাশনাল পার্কের পাশের এলাকাতে চলে গিয়েছিল। এবং বেশ কিছু মানুষকে আহত করে। মাঝে মধ্যেই অসমের বন্য জন্তুদের জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে চলে আসতে দেখা যায়। তবে লেপার্ডটিকে ধরার জন্য নতুন করে বনকর্মীরা কাজ চালাচ্ছেন।