সেখানে এসে লের্পার্ডটি অন্য একটি ঘরে ঢোকার চেষ্টা করে। কিন্তু সে ভয়ে সেখানেও ঢোকে না। এর পর নিজেই চিৎকার করতে থাকে। এবং হস্টেল থেকে বেরিয়ে জঙ্গলের দিকে চলে যায়। চিতার চিৎকারে সকলের ঘুম ভেঙে যায়। কিন্তু সকলেই বুঝতে পারে কোনও এক জন্তু ঢুকে পড়েছে। তাঁরা কেউ বাইরে আসেন না। রাতের বেলা হওয়ায় চিতার মুখোমুখি কাউকে হতে হয়নি। না হলে বড় বিপদ হতে পারত।
এর পর সত্যিই চিতা ছিল নাকি অন্য কিছু তা দেখতে চেক করা হয় সিসিটিভি ফুটেজ। আর সেখানেই ধরা পড়ে লেপার্ডের কাণ্ড। এর পর খবর দেওয়া হয় বন দফতরে। প্রসঙ্গত এই এলাকায় মাঝে মধ্যেই বন্য জন্তুদের চলে আসার খবর শোনা যায়। কিন্তু এভাবে হস্টেলে লেপার্ড ঢুকে পড়ার ঘটনায় সকলেই হতবাক। এই সিসিটিভি ফুটেজটি শেয়ার করা হয়েছে ট্যুইটারে। সেখান থেকেই বহু মানুষ ভিডিওটি দেখেছেন। অনেকেই ওই লেপার্ডের সুস্থতা কামনা করেছেন। এবং সে যেন আবার জঙ্গলে ফিরে যেতে পারে তা খোঁজ নিতে আবেদন জানিয়েছেন। যদিও বনদফতরের তরফ থেকে ভালো করে তল্লাশি চালানো হচ্ছে।