#আগড়তলা: ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত ত্রিপুরা। সিপিএম সমর্থকদের বাড়ি ভাঙচুর, আগুন। রাজ্যজুড়ে তাণ্ডবের অভিযোগ বিজেপি সমর্থকদের বিরুদ্ধে। দক্ষিণ ত্রিপুরায় গুড়িয়ে দেওয়া হল লেনিনের মূর্তি। পরিস্থিতি মোকাবিলায় পশ্চিম ত্রিপুরায় ১৪৪ ধারা জারি। জনরোষেই এই ঘটনা। দাবি বিজেপির। শান্তি বজায় রাখতে রাজ্যপাল ও ডিজিপির সঙ্গে কথা বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
ত্রিপুরার বিলোনিয়ায় বুলডোজ়ার দিয়ে ভাঙা হল লেনিনের মূর্তি। অন্যদিকে ভোট পরবর্তী হিংসা নিয়ে বিজেপি নেতা নলিন কোহলি জানান হিংসার রাজনীতি করে না বিজেপি। ত্রিপুরায় লেনিন মূর্তি বিজেপি ভাঙেনি বলে দাবি বিজেপি নেতৃত্বের। বিজেপির বিরুদ্ধে অপবাদ দিচ্ছে বামেরা।
সোমবার দক্ষিণ ত্রিপুরায় বিলোনিয়ার কলেজ স্কোয়ারে বিজয় মিছিল বের করে বিজেপি। সেখানেই বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয় লেনিনের একটি মূর্তি। সেখানে উপস্থিত বেশ কয়েকজন দৃশ্যটি মোবাইল ফোনে রেকর্ড করে নেন ৷ ভিডিওতে “ভারতমাতা কি জয়” স্লোগান শোনা গিয়েছে ৷ বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে মূর্তি ভাঙার অভিযোগ উঠেছে ৷
তেসরা মার্চ ভোটের ফল প্রকাশের দিন থেকেই বিচ্ছিন্ন গণ্ডগোলের খবর আসছিল। দু দিন কাটতে না কাটতে এভাবেই ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত হয়ে উঠেছে ত্রিপুরা। গেরুয়া ঝড়ে মসনদচ্যূত হয়েছে বামেরা। এরপরই রাজ্যের বিভিন্ন প্রান্তে বামকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে বিজেপি কর্মী-সমর্থকরা চড়াও হন বলে অভিযোগ। প্রকাশ্যেই চলছে মারধর। ছাড় পাচ্ছেন না মহিলারাও।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BJP, Left, Lenin Statue Razed, Tripura Post-Poll Violence