• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • ‘করোনা মোকাবিলায় মোদিই নায়ক’, লেখিকার একের পর এক ট্যুইটে বিতর্ক শুরু

‘করোনা মোকাবিলায় মোদিই নায়ক’, লেখিকার একের পর এক ট্যুইটে বিতর্ক শুরু

রাজনীতির ভাষায়, রাজনৈতিক অঙ্ক কোষে রীতিমতো দেশের ‘পলিটিক্স’কে স্পষ্ট রূপ দিতে চাইলেন তিনি ৷

রাজনীতির ভাষায়, রাজনৈতিক অঙ্ক কোষে রীতিমতো দেশের ‘পলিটিক্স’কে স্পষ্ট রূপ দিতে চাইলেন তিনি ৷

রাজনীতির ভাষায়, রাজনৈতিক অঙ্ক কোষে রীতিমতো দেশের ‘পলিটিক্স’কে স্পষ্ট রূপ দিতে চাইলেন তিনি ৷

 • Share this:

  #নয়াদিল্লি: ট্যুইটের সংখ্যা গুনে দেখলে মোট ৬৯ টি ট্যুইট ৷ আর একের পর এক ট্যুইটে মোদি বিরোধীরে রীতিমতো একহাত নিলেন জনপ্রিয় লেখিকা, ফিল্মমেকার নাতাসজা রাঠোর ৷ রাজনীতির ভাষায়, রাজনৈতিক অঙ্ক কোষে রীতিমতো দেশের ‘পলিটিক্স’কে স্পষ্ট রূপ দিতে চাইলেন তিনি ৷ আর একই সঙ্গে মোদির একনায়কতন্ত্রের ‘সুখ্যাতি’ও করলেন তাঁর একের পর ট্যুইটে ৷

  ট্যুইটের শুরুতেই নেটিজেন পাঠকদের সতর্ক করে দেন লেখিকা৷ সঙ্গে জানান, তাঁর অভিমত পছন্দ না হলে, সময় নষ্ট না করতে, সোজা তাঁকে আনফলো করে দিতে ৷ এমনকী, কোনওরকম বিতর্কের মধ্যেও তিনি যেতে নারাজ, তা স্পষ্ট করে দিলেন লেখার প্রথমেই ৷ আর স্পষ্ট করেছেন যে এই বক্তব্য একে বারেই তাঁর নিজস্ব ৷

  লেখিকা নাতাসজা রাঠোর তাঁর ট্যুইটের মূল বক্তব্যই হল, কীভাবে মোদি সরকারকে ধ্বংস করার রাজনীতি করে চলেছে কিছু হাতে গোনা রাজনীতিক ৷ সঙ্গে লেখিকা জানিয়েছেন, এই ধরনের রাজনীতিও ধর্মনিরেপক্ষ, গণতান্ত্রিক দেশের পক্ষে ক্ষতিকর ৷ তাঁর কথায়, সমস্যাসঙ্কুল সময়ের ‘নেতা’ হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর নেতৃত্ব সত্যিই নজিরবিহীন৷ তিনি এমন এক নেতা যিনি ৯০ শতাংশ ভারতীয়কে সঙ্গে নিয়ে চলতে চান ৷ আর তার সদ্য প্রমাণই হল এই করোনা ভাইরাসের মোকাবিলায় ভারতের লড়াই ৷

  লেখিকার কথায়, এই পদক্ষেপকে অনেকেই রাজনীতির রং দিতে চেয়েছেন ৷ তাঁরা আসলে মুখোশ পরা বুদ্ধিজীবী ৷ লেখিকা রাঠোর, এই প্রসঙ্গে তাঁর চিকিৎসক বাবার ব্যক্তিগত লড়াইয়ের প্রশংসাও টেনেছেন ৷

  লেখিকার মতে, বরাবরই মানুষের চরিত্র বর্ণনার সময় তাঁর সামাজিক অবস্থান, কোথা থেকে এসে তা বিবেচ্য হয় ৷ প্রধামন্ত্রী মোদির ক্ষেত্রেও সেটা হয়েছে ৷ কারণ, এক চাওয়ালা থেকেই তাঁর উত্থান ৷ তাই তিনি দেশের মানুষদের অনুভূতিটা বোঝেন! এই পয়েন্টটা বেশিরভাগ মানুষ ইগনোরই করে যান৷

  লেখিকা রাঠোরের এই বক্তব্য তিনি স্পষ্ট করেন, এই মুহূর্তে দেশের নায়কই হলেন নরেন্দ্র মোদি৷ তাঁর বিরুদ্ধে অনলাইনে নেগেটিভ মন্তব্য হয়েই চলেছে ৷ দেশের এই দুর্দিনে কী সরকার বা ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রীকে আক্রমণ করা শ্রেয় !

  দেখে নিন লেখিকার সেই ট্যুইট ৷ যা জন্ম দিয়েছে নতুন বিতর্কের

  Published by:Akash Misra
  First published: