#নয়াদিল্লি: শিক্ষক দুর্নীতি কাণ্ডে অর্থ তছরুপের শিকড় অনেক গভীরে ? অন্তত তেমনটাই দাবি রাজ্যের বিরোধী দলনেতার। প্রাথমিক থেকে স্কুল সার্ভিস কমিশন পর্যন্ত নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে দাবি শুভেন্দুর। শিক্ষক দুর্নীতিতে 'জড়িত' ১০০ জন তৃণমূল নেতার তালিকা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাতে তুলে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওই তালিকায় এক মন্ত্রীও রয়েছেন। রয়েছেন ৪ সাংসদ। মঙ্গলবার সংসদ ভবনে অমিত শাহের সঙ্গে দেখা করার পর নিজেই এমন দাবি করলেন শুভেন্দু। অমিত শাহর হাতে তিনি তুলে দিয়েছেন রাজ্য মন্ত্রিসভার এক সিদ্ধান্তের কপিও। এদিন দুপুর ১২ টা থেকে ৪৫ মিনিট অমিত শাহের সঙ্গে মুখোমুখি বৈঠক করেন শুভেন্দু। তাঁর কথায়, "শিক্ষক নিয়োগে দুর্নীতির যাবতীয় নথি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর হাতে তুলে দিয়েছি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন দুর্নীতিতে জড়িত এরা কেউ রেহাই পাবেন না। অতীতে হরিয়ানার ওমপ্রকাশ চৌতালা সরকারের শিক্ষক নিয়োগ দুর্নীতি এবং সাম্প্রতিক ত্রিপুরায় শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগের প্রসঙ্গ নিজেই তুলে ধরেছেন শাহ।"
আরও পড়ুন- জওয়াহিরির মৃত্যুর পর আল-কায়দা সামলাবেন কে, উঠছে বিন লাদেনের বিশ্বস্ত কর্মীর নামশুভেন্দু এদিন অমিত শাহকে রাজ্যে অবিলম্বে সিএএ রাজ্যে চালু করার আর্জি জানিয়েছেন। বৈঠকের পর শুভেন্দু অধিকারী নিউজ এইট্টিন বাংলাকে জানিয়েছেন, "কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছি যে কোনও সরকারি কাজে মতুয়া সম্প্রদায়ের মানুষকে হেনস্থা হতে হয়। তাদের কাছে ১৯৭১ সালের আগেকার নথি চাওয়া হয়। যা রাজ্যের অন্য মানুষের কাছে চাওয়া হয় না। এমন হাজারও সমস্যা রয়েছে এই সমস্যার সমাধান সম্ভব শুধুমাত্র সংশোধিত নাগরিকত্ব আইন চালু হলে।" শুভেন্দুর দাবি, অমিত শাহ তাঁকে বলেছেন, করোনা প্রতিরোধে বুস্টার ডোজ দেওয়া শেষ হলে এই আইনের বিধি প্রণয়ন করা হবে। শুভেন্দু আশা করছেন সে ক্ষেত্রে আগামী বছরের গোড়ার দিকে এই আইন চালু হতে পারে। এই খবরে জাতীয় রাজনীতিতে শোরগোল পড়েছে। কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। দলের সাংসদ শান্তনু সেনের কথায়, "সিএএ আসলে বিজেপির কাছে সাপের ছুঁচো গেলার মতো। আড়াই বছরেও আইনের বিধি তৈরি করতে পারেনি মোদি সরকার। সাহস থাকলে আইন প্রয়োগ করে দেখাক।"
RAJIB CHAKRABORTY
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Suvendu Adhikari