Home /News /national /
অশুভ ইঙ্গিত! নবরাত্রি উৎসবের মধ্যেই ভয়ঙ্কর ধসের কবলে বিজয়ওয়াড়ার কনকদুর্গা মন্দির, আটকে বহু পুণ্যার্থী...

অশুভ ইঙ্গিত! নবরাত্রি উৎসবের মধ্যেই ভয়ঙ্কর ধসের কবলে বিজয়ওয়াড়ার কনকদুর্গা মন্দির, আটকে বহু পুণ্যার্থী...

কনকদুর্গা মন্দির। ফাইল ছবি

কনকদুর্গা মন্দির। ফাইল ছবি

খেলাদ্রী পাহাড়ের কোল ঘেঁষে অবস্থিত অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ার কনকদুর্গা মন্দির।

  • Share this:

#বিজয়ওয়াড়া: নবরাত্রি উৎসবের মধ্যেই ভয়ঙ্কর ভূমি ধসের কবলে পড়ল অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ার কনকদুর্গা মন্দির। বুধবার ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পুণ্যার্থীদের মধ্যে। নবরাত্রির আবহে এই ঘটনা ঘটায়, অশুভ ইঙ্গিতের আঁচ করছেন অনেকেই। ইতিমধ্যেই শুরু হয়েছে উদ্ধারকাজ।

খেলাদ্রী পাহাড়ের কোল ঘেঁষে অবস্থিত অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ার কনকদুর্গা মন্দির। এ দিন কিছুক্ষণ আগে পাথার থেকে বেশ কয়েকটি বিশালাকৃতির বোল্ডার গড়িয়ে এসে মন্দিরের একটি অংশে পড়ে। তাতেই ভেঙে যায় মন্দিরের শেডের কিছুটা অংশ। ঘটনার জেরে এলাকায় হুড়োহুড়ি পড়ে যায়। প্রাণ বাঁচাতে এদিক-ওদিক ছোটাছুটি শুরু করেন সকলেই। প্রশাসনের তরফে জানা গিয়েছে, নবরাত্রি উপলক্ষে  এ দিন পবিত্র কনকদুর্গা মন্দির দর্শনের কথা ছিল অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন্মোহন রেড্ডির। কিন্তু ঘটনার জন্য সেই সফর বাতিল করা হয়।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ধসের নীচে বেশ কয়েকজনের আটকে পড়ার সম্ভাবনা রয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে। দু'জন আহৎ হয়েছেন গুরুতর। তব প্রাণহানির কোনও খবর মেলেনি।

প্রসঙ্গত, ১৭ অক্টোবর থেকে নবরাত্রি শুরু হওয়ায় করোনা আবহেও সমস্ত করোনাবিধি মেনে মন্দির খুলে রাখা হয়েছে। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে প্রতি ঘণ্টায় ১০০০ দর্শনার্থীকে মন্দিরে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। কনকদুর্গার এই মন্দির শ্রী দুর্গা মালেশ্বরা স্বামী ভারলা দেবাস্থানাম নামেও পরিচিত।

Published by:Shubhagata Dey
First published:

Tags: Andhra Pradesh, Landslide