#ভোপাল: মধ্যপ্রদেশের ঝাবুয়া জেলা দেশের পিছিয়ে পড়া জেলার মধ্যে একটি ৷ কিন্তু নোট বাতিলের পর এই জেলার ব্যাঙ্কের শাখায় জমা পড়েছে বিশাল অঙ্কের টাকা ৷ সম্প্রতি এই জেলার ব্যাঙ্কে ২০ লাখ টাকার দুর্নীতির ঘটনা সামনে এসেছে ৷ জেলার কো-অপারেটিভ ব্যাঙ্কের সারেঙ্গি শাখার ব্যাঙ্ক ম্যানেজার প্যান কার্ড না নিয়ে ৩২টি অ্যাকাউন্টে ২০ লাখ টাকার পুরনো নোট জমা নিয়েছেন ৷ অথচ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নির্দেশিকা অনুযায়ী ৫০ হাজারের বেশি টাকা প্যান কার্ড ছাড়া জমা নেওয়া যাবে না ৷ নাবার্ডের জেলা আধিকারিকের নজরে আসে ব্যাপারটি ৷ ঘটনা প্রকাশ্যে আসার পর ব্যাঙ্কের ম্যানেজারকে সাসপেন্ড করা হয়েছে ৷ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ৷ কোন অ্যাকাউন্টে টাকা জমা পড়েছে ৷ সেই টাকা কার বা কারা জমা করেছে সে বিষয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়ে গিয়েছে ৷ ৩২ টি অ্যাকাউন্ট হোল্ডারকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bank Account, Demonetisation, ETV News Bangla Bengali News, Old Currency