corona virus btn
corona virus btn
Loading

প্রথা মেনে বেলুড় মঠে চলছে কুমারী পুজো

প্রথা মেনে বেলুড় মঠে চলছে কুমারী পুজো
Kumari Puja in Belur Math

অষ্টমীতে কুমারী পুজো। প্রথা মেনে বেলুড় মঠে অষ্টমীর দিন কুমারী পুজো হয়।

  • Share this:

#কলকাতা: অষ্টমীতে কুমারী পুজো। প্রথা মেনে বেলুড় মঠে অষ্টমীর দিন কুমারী পুজো হয়। কুমারীকে দেবীজ্ঞানে পুজো করাই রীতি। বেলুড় মঠের পাশাপাশি বনেদি বাড়িতেও কুমারী পুজোর আয়োজন করা হয়।

সকাল থেকে বেলুড় মঠে ভক্ত সমাগম ৷ আচার ও প্রথা মেনেই বেলুড় মঠের কুমারী পুজোর প্রস্তুতি চলছে ৷ এবছরের কুমারী অয়ন্তিকা মুখোপাধ্যায় ৷ বেলুড়ের বাসিন্দা ৪ বছর বয়স ৷ কালিকা নামে পুজো হবে কুমারীর ৷ অষ্টমীর পুজো দেখতে ভিড় মানুষের ৷ সকাল ৯টায় শুরু হয়ে গিয়েছে কুমারী পুজো ৷ আজ প্রায় ১ লক্ষ ভক্ত সমাগম হবে বলে দাবি বেলুড় মঠ কর্তৃপক্ষের ৷ স্থলপথে-জলপথে কড়া নজরদারি চালানো হবে ৷ স্পিডবোটে জলপথে নজর পুলিশের ৷

অন্যদিকে বৃষ্টি আর ভিড় এড়াতে সকাল থেকেই চলছে মন্ডপ পরিদর্শন৷ যত রাত বাড়বে, পাল্লা দিয়ে বাড়বে ভিড় ৷ পরিস্থিতি সামাল দিতে গোটা শহরে মোতায়েন কয়েক হাজার পুলিশ ৷

বাঙালির বাঁধ ভাঙা আবেগ আর উৎসবের উচ্ছ্বাসে দেবীপক্ষের সঙ্গে পুজো শুরু হয়ে গিয়েছে বহু আগেই ৷ দুর্গাপূজার সবচেয়ে আকর্ষণীয় এবং জাঁকজমকপূর্ণ দিন অষ্টমী । সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে অঞ্জলি দিতে মানুষের ভিড় ৷

First published: September 28, 2017, 9:46 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर