#মুম্বই: মারাঠা সম্প্রদায়ের জন্য সংরক্ষণের দাবিতে উত্তপ্ত মুম্বই । মারাঠা সম্প্রদায়ের জন্য ১৬শতাংশ সংরক্ষণের দাবিতে ও মঙ্গলবারে কাকাসাহের শিন্ডে নামক এক যুব নেতার মৃত্যুর প্রতিবাদে মুম্বই ও তার সংলগ্ন এলাকায় বনধের ডাক দিয়েছে মুম্বই ক্রান্তি মোর্চা ।
সোমবার দুপুরে ঔরঙ্গাবাদের গঙ্গাপুর এলাকায় গোদাবরি নদীতে ঝঁপ দিয়ে আত্মহত্যা করেন কাকাসাহেব । এরপরই গোটা ঔরঙ্গাবাদ জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় । কাকাসাহেবের শোকসভায় মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে জনতা । শিবসেনা সাংসদ চন্দ্রকান্ত খাইরে ও কংগ্রেস নেতা সুভাষ জাম্বাস সেখানে উপস্থিত, তাঁদের উপরেও চড়াও হয় জনতা । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ব্যবহার করে পুলিশ ।
সমগ্র মারাঠাওয়াড়া অঞ্চলেই প্রতিবাদি আন্দোলনে নেমেছে ক্রান্তি মোর্চার সদস্যরা । বেশ কয়েকজন রাস্তা অবরোধ করেন বিক্ষোভকারীরা ও আরও কয়েকটি জায়গায় হিংসামূলক ঘটনাও ঘটেছে । এখনো পর্যন্ত একজন পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে ও ৯জন পুলিশ গুরুতর আহত হয়েছেন ।
আজও সংরক্ষণের দাবিতে মুম্বই বনধের ডাক দিয়েছে ক্রান্তি মোর্চা । সকল মারাঠা সমাজ নামক আরও একটি গোষ্ঠী নবি মুম্বই ও পানভেল এলাকায় বনধ ডেকেছে ।
#Maharashtra: Visuals from parts of Mumbai as strike called by Maratha Kranti Morcha enters the second day. pic.twitter.com/xmKqDv1t7Q
— ANI (@ANI) July 25, 2018
কেন এই আন্দোলন?
মহারাষ্ট্রের জনসংখ্যার প্রায় ৩৩শতাংশ মানুষ মারাঠা সম্প্রদায়ের অন্তর্ভুক্ত । ২০ জুলাই বিধানসভায় মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস জানান সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে মারাঠা সম্প্রদায়ের জন্য ১৬শতাংশ আসন সংরক্ষিত করবে তাঁর সরকার । তিনি আরও জানিয়েছিলেন বম্বে হাইকোর্ট অনুমোদন করলে খুব তাড়াতাড়িই বেশ বড় একটি নিয়োগ প্রক্রিয়া চালু করবে রাজ্য সরকার। কিন্তু এই প্রস্তাবে মোটেই খুশি হয়নি মারাঠা গোষ্ঠী । তাঁদের দাবি রাজ্য সরকার তাদের ওবিসি অর্থাৎ পিছিয়ে পড়া শ্রেনীভুক্ত করুক ও সেই অনু্যায়ী তাদের সুযোগ-সুবিধা দিক ফড়নবিস সরকার । তাঁদের মতে বর্তমান সংরক্ষণ ব্যবস্থায় ৫০শতাংশের বেশি আসন দেওয়া সম্ভব নয়, তাই সংরক্ষণের পরিবর্তে বিশেষ শ্রেণীর মর্যাদা চান তাঁরা । মারাঠা ক্রান্তি মোর্চার নেতা মনোজ আখারে জানিয়েছেন নিজেদের রাজনৈতিক স্বার্থের জন্যই তাদের বিশেষ শ্রেণীর মর্যাদা দিচ্ছে না ফড়নবিস সরকার ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।