corona virus btn
corona virus btn
Loading

ফের মজার নাচে শিক্ষাদান প্রধানশিক্ষকের, আবারও ভাইরাল কোরাপুটের 'ডান্সিং টিচার'

ফের মজার নাচে শিক্ষাদান প্রধানশিক্ষকের, আবারও ভাইরাল কোরাপুটের 'ডান্সিং টিচার'

ইতিহাস, ইংরাজি ও ওড়িয়া পড়ানোর সময় প্রত্যেকটি অধ্যায় মজার গান ও নাচের মাধ্যমেই পড়ান এই শিক্ষক

  • Share this:

#কোরাপুট: নাচ-গানের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা শিখিয়ে সোশ্যাল মিডিয়ায় এখন রীতিমত জনপ্রিয় কোরাপুট প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক প্রফুল্ল কুমার পাথি । ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখে গিয়েছিল মজার নাচ ও গান করে পড়ুয়াদের ওড়িয়া পাঠ দিচ্ছেন তিনি ।

আবারও একটি ভিডিওতে একইভাবে শিক্ষাদান করতে দেখা গিয়েছে তাঁকে । সংবাদ সংস্থা ANI থেকে প্রকাশিত হওয়া একটি ভিডিওর মাধ্যমে রীতিমত জাতীয় সংবাদ শিরোনামে পাথি ।

দেখুন সেই ভিডিও ...

গ্রামাঞ্চলে স্কুলে বেশিরভাগ পড়ুয়াই পড়াশোনা চালিয়ে যেতে পারে না ও সেই ঘটনার পরিবর্তন আনতেই পড়াশোনা ও মজা -দুইই বাচ্ছাদের দেওয়ার চেষ্টা করছেন পাথি । ইতিহাস, ইংরাজি ও ওড়িয়া পড়ানোর সময় প্রত্যেকটি অধ্যায় মজার গান ও নাচের মাধ্যমেই পড়ান এই শিক্ষক । নিজেই লেখেন সেই সব গান ও ঠিক করেন নৃত্যশৈলীও ।

First published: August 27, 2019, 8:41 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर