# নয়া দিল্লি: এয়ার ইন্ডিয়ার বিমানে বিপত্তি ! দিল্লিতে নামতে পারল না বিমান! ঘণ্টাখানেক দিল্লির আকাশে চক্কর দেয় কলকাতা-দিল্লিগামী বিমানটি। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, জ্বালানি ফুরিয়ে আসছিল বিমানের। কাজেই, অমৃতসরে অবতরণ করে বিমানটি।
দিল্লি বিমানবন্দরে জারি হয়েছে নোটাম, নিয়ন্ত্রণ যাত্রীবাহী বিমান ওঠানামায়। সেনা বিমান ওঠানামা করছে দিল্লিতে। সেকারণেই দিল্লি বিমানবন্দরে নামতে পারেনি এয়ার ইন্ডিয়ার বিমানটি।