corona virus btn
corona virus btn
Loading

রাজ্যসভায় বাজিমাত মোদি সরকারের, একের পর এক বিল পাস

রাজ্যসভায় বাজিমাত মোদি সরকারের, একের পর এক বিল পাস
Photo- Video Grab

বিরোধীদের ছত্রভঙ্গ করে পাস করিয়ে নিল একের পর এক গুরুত্বপূর্ণ বিল

  • Share this:

#নয়াদিল্লি: লোকসভায় সংখ্যার জোর। কিন্তু, রাজ্যসভায় তা নেই। তবু, একের পর এক বিল সংসদের উচ্চকক্ষে পাস করিয়ে নিল মোদি সরকার। বিরোধী শিবির প্রতিবারই ধরাশায়ী।

কথায় বলে জোর যাঁর মুলুক তাঁর। কিন্তু, এবার রাজ্যসভার জন্য একথা খাটে না। কারণ সংসদের উচ্চকক্ষে সংখ্যার জোর বিরোধীদের। কিন্তু, বারবার বাজিমাত করল মোদি সরকার। সোমবারও জম্মু-কাশ্মীর পুনর্গঠন বিল, হাসতে হাসতে পাস করান অমিত শাহ। ফের বড়সড় ভাঙন ধরিয়েছেন বিরোধী শিবিরে।

সোমবার, জম্মু-কাশ্মীর পুনর্গঠন বিলের পক্ষে ভোট দেন ১২৫ জন সাংসদ

পক্ষে ৬১ জন

যে আম আদমি পার্টি ঘোর মোদি বিরোধী তারাও ভোট দেয় কেন্দ্রের বিলের পক্ষে

এবারের লোকসভা ভোটে মোদি বিরোধিতার অন্যতম মুখ ছিলেন মায়াবতী। তাঁর দল বহুজন সমাজ পার্টিও পদ্মের পাশে

চন্দ্রবাবু নায়ডুর টিডিপিও মোদি সরকারের বিলকেই সমর্থন করে

এছাড়া গেরুয়া শিবিরের বন্ধু দল টিআরএস, বিজেডি, ওয়াইএসআর কংগ্রেস তো সমর্থন করেইছে।

তৃণমূল, এনসিপি ভোট দেয়নি।

পিডিপিকে বের করে দেওয়া হয়।

অনেকে বলছেন, এমনিতেই নরেন্দ্র মোদির তিনশো তিনে জোর ধাক্কা খেয়েছে বিরোধীরা। এখনও তারা সেভাবে ঘর গুছিয়েই উঠতে পারেনি।তার উপর ময়াবাতী, অখিলেশ যাদব, শরদ পওয়ার, চন্দ্রবাবু নায়ডুর মতো বিরোধী শিবিরের নেতাদের উপর রয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির নজর। মাঝেমাধ্যেই তারা তৎপরতা বাড়াচ্ছে। এই পরিস্থিতিতে বিরোধী শিবিরে এমন কাউকেই দেখা যাচ্ছে না যাঁর নেতৃত্বে তাঁরা ঘুরে দাঁড়াতে পারেন।

তাই, যে তিন তালাক বিলকে গত মোদি জমানায় রাজ্যসভায় আটকে দিয়েছিল বিরোধীরা, সেটা এবার সহজেই পাস হয়ে গিয়েছে। আরটিআই, ইউএপিএ’র মতো বিলও বিরোধী শিবিরে ফাটল ধরিয়েই সংশোধন করেছে মোদি সরকার। প্রায় প্রতিবারই বিরোধীদের মধ্যে সমন্বয়ের অভাব প্রকাশ্যে এসেছে। সামনে এসেছে মতপার্থক্য। যেমন তিনশো সত্তর ধারা বাতিলের বিরোধিতায় রাজি নন কংগ্রেসেরই একাধিক নেতা। আবার তিন তালাক বিলের ভোটাভুটির দিন কংগ্রেসের বেশ কয়েকজন সাংসদ রাজ্যসভাতেই ছিলেনই না। এই পরিস্থিতিকে পুরোমাত্রায় কাজে লাগাচ্ছে মোদি সরকার। রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতা থাকা না সত্ত্বেও তাই বিরোধীদের ছত্রভঙ্গ করে পাস করিয়ে নিল একের পর এক গুরুত্বপূর্ণ বিল।

First published: August 7, 2019, 11:52 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर